ঘুরে দাঁড়ালো BSNL, জুলাইয়ে জুড়লো ২৯ লক্ষ নতুন গ্রাহক, দিশেহারা Jio-Airtel

গত জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল Jio, Airtel ও Vodafone Idea। তবে সে পথে হাঁটেনি BSNL। আর তার ফল হাতে নাতে...
PUJA 21 Sept 2024 7:46 AM IST

গত জুলাইয়ে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল Jio, Airtel ও Vodafone Idea। তবে সে পথে হাঁটেনি BSNL। আর তার ফল হাতে নাতে পেল সরকারি টেলিকম সংস্থাটি। TRAI এর জুলাই মাসের রিপোর্ট অনুযায়ী, তিন বড় বেসরকারি টেলিকম সংস্থা গ্রাহক হারালেও, লক্ষ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে BSNL। এতদিন যেখানে এর উল্টো চিত্র দেখা যেত। আসুন TRAI এর রিপোর্ট থেকে কি কি তথ্য উঠে এল জেনে নেওয়া যাক।

জুলাই মাসে ২৯ লক্ষ নতুন সাবস্ক্রাইবার পেয়ছে BSNL

ট্রাই সম্প্রতি জুলাই মাসের সাবস্ক্রাইবার ডেটা প্রকাশ করেছে। রিপোর্টে দেখা গেছে ওই মাসে Jio প্রায় ৭ লক্ষ গ্রাহক হারিয়েছে। আর ১৬ লক্ষ মানুষ বিদায় জানিয়েছে Airtel কে। অন্যদিকে ৭ লক্ষ গ্রাহক Vodafone Idea-র সিম ব্যবহার বন্ধ করেছে। তবে অবাক করার মতো বিষয় যে, BSNL গত জুলাই মাসে ২৯ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে।

ট্রাই এর রিপোর্টে আরও বলা হয়েছে, গত জুলাই মাসে ১ কোটি ৩০ লক্ষ গ্রাহক নম্বর পোর্ট করার জন্য আবেদন করেছে। এর আগে গত জুনে ১ কোটি ১০ লক্ষ মানুষ নম্বর পোর্ট করার জন্য আবেদন করেছিল।

BSNL এর গ্রাহক জুলাই মাসে কেন বাড়লো

বলার অপেক্ষা রাখে না যে, জুলাই মাসে বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোয় সুবিধা হয়েছে বিএসএনএল এর। কারণ তারা পুরানো দামেই এখনও পরিষেবা দিচ্ছে। তাই মানুষ কম খরচে পরিষেবা পেতে বিএসএনএল কে আপন করে নিয়েছে।

BSNL এর 4G নেটওয়ার্কের ঘোষণা

এছাড়া বিএসএনএল এর জুলাই মাসে নতুন গ্রাহক পাওয়ার আরও একটি বড় কারণ হল ৪জি নেটওয়ার্ক চালুর ঘোষণা করা। বিএসএনএল বর্তমানে দ্রুত গতিতে ৪জি টাওয়ার ইনস্টল করছে। ইতিমধ্যেই ২৫ হাজার টাওয়ার বসানোর কাজ শেষ করেছে তারা। আগামী বছরের জুন-জুলাইয়ের মধ্যে দেশে ফোরজি পরিষেবা চালু করতে চাইছে বিএসএনএল। ফলে গ্রাহকরা আশা করছেন, এখনকার মতো ভবিষ্যতে সুলভ মূল্যে ফোরজি নেটওয়ার্ক পরিষেবা পাওয়া যাবে।

Show Full Article
Next Story