Budget 2023: 4G ও 5G আপগ্রেডের জন্য BSNL, MTNL-কে ৫৩,০০০ কোটি টাকা দেবে সরকার
বাজারে 'পিছিয়ে পড়া' দুই সরকারি টেলিকম সংস্থাকে আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিল মোদী সরকার। সম্প্রতি অনুষ্ঠিত কেন্দ্রীয়...বাজারে 'পিছিয়ে পড়া' দুই সরকারি টেলিকম সংস্থাকে আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিল মোদী সরকার। সম্প্রতি অনুষ্ঠিত কেন্দ্রীয় বাজেটে Bharat Sanchar Nigam Limited অর্থাৎ আমাদের সবার পরিচিত BSNL এবং MTNL মানে Mahanagar Telephone Nigam Limited কোম্পানিকে ৫৩,০০০ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মূলত 4G এবং 5G-র লিগ্যাসি নেটওয়ার্কগুলি আপগ্রেড করার জন্য ভারত সরকারের কাছ থেকে এই আর্থিক সাহায্য পাবে এই দুই টেলকো। আশা করা হচ্ছে, এতে BSNL এবং MTNL উভয়েই ব্যবসায়িক ক্ষেত্রে লাভের মুখ দেখতে পাবে।
টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ১লা এপ্রিল থেকে শুরু হওয়া নতুন অর্থবর্ষে বিএসএনএল এবং এমটিএনএল এই অনুদানের টাকা কাজে লাগাতে পারবে। তবে এই ৫৩,০০০ কোটি টাকা, সংস্থাদুটি গত বছর মানে ২০২২ সালে ঘোষিত ১.৬৪ লক্ষ কোটি টাকার রিলিফ প্যাকেজের অংশ হিসেবেই পাবে; এটি কোনো অতিরিক্ত সাহায্য নয়।
আবার ঋণ নিয়েছে BSNL
বৈষ্ণব আরও বলেছেন যে, বিএসএনএল সার্বভৌম গ্যারান্টি সহযোগে নতুন ঋণ নিয়েছে যা ২০২২ সালে ঘোষিত রিলিফ প্যাকেজের একটি অংশ ছিল। সেক্ষেত্রে এই টাকা নিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি নতুন মোবাইল টাওয়ার স্থাপন এবং ৪জি, ৫জি লিগ্যাসি নেটওয়ার্ক আপগ্রেডের ওপর কাজ করবে। একই সাথে তারা চেষ্টা করবে ল্যান্ডলাইন সিস্টেমের পুনর্গঠন করারও। তাই সব মিলিয়ে আগামীদিনে বিএসএনএল ঘুরে দাঁড়াবে বলেই অনুমান করা হচ্ছে।
২০২৩ সালের দ্বিতীয়ার্ধে BSNL তার 4G লঞ্চ করবে
ইতিমধ্যে প্রাইভেট টেলিকম সংস্থাগুলি পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা বা ৫জি চালু করেছে; কিন্তু দীর্ঘদিন ধরে চর্চা চললেও বিএসএনএল গ্রাহকরা এখনও অবধি ৪জি নেটওয়ার্কের স্বাদ পাননি। তবে এই মুহূর্তে শোনা গিয়েছে যে, টেলকো, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ৪জি চালু করতে চলেছে৷ রিপোর্ট অনুযায়ী, তারা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১,০০,০০০ টিরও বেশি সাইটকে ৪জিতে আপগ্রেড করতে চলেছে যা ভবিষ্যতে ৫জিতেও আপগ্রেড করা যাবে৷ এক্ষেত্রে ২০২৩-এ ৪জি চালু হলেই পরের বছর সম্ভবত লঞ্চ হবে বিএসএনএল ৫জি।