BSNL আনল নতুন অফার, ৮৪ দিনের রিচার্জ প্ল্যানের সাথে এক্সট্রা ডেটা, চাপে Jio থেকে Airtel
বিএসএনএল ইতিমধ্যেই তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত ডেটা অফার সম্পর্কে জানিয়েছি। কোম্পানির এই অফার ৮৪ দিনের প্ল্যানের সাথে পাওয়া যাবে। এই প্ল্যানের দাম ৫৯৯ টাকা।
গ্রাহক ধরতে নতুন নতুন অফার নিয়ে হাজির হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL। সরকার মালিকানাধীন টেলিকম কোম্পানিটি এবার একটি প্রিপেড প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটা দেওয়ার কথা ঘোষণা করল। গত কয়েক মাসে বিএসএনএল কে আমরা এই ধরনের বহু অফার আনতে দেখছি। দীপাবলি উপলক্ষে টেলিকম অপারেটরটি ১,৯৯৯ টাকার বার্ষিক প্ল্যান ১০০ টাকা কমে অর্থাৎ ১,৮৯৯ টাকায় রিচার্জের সুযোগ দিয়েছিল। অফারের পাশাপাশি বিএসএনএল এর চেয়ারম্যান জানিয়েছে যে, সুদূর ভবিষ্যতে তারা রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ভাবছে না। বরং তারা নতুন নেটওয়ার্ক লঞ্চের পাশাপাশি পরিষেবা ভালো করার কথা ভাবছে।
BSNL আনল ৫৯৯ টাকার ৮৪ দিনের প্ল্যানের জন্য এক্সট্রা ডেটা অফার
বিএসএনএল ইতিমধ্যেই তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত ডেটা অফার সম্পর্কে জানিয়েছি। কোম্পানির এই অফার ৮৪ দিনের প্ল্যানের সাথে পাওয়া যাবে। এই প্ল্যানের দাম ৫৯৯ টাকা। এই প্ল্যানের সাথে আগে প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট ডেটা অফার করা হতো। এর সাথে পাওয়া যেত সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। নতুন অফারের পর বিএসএনএল এর ৫৯৯ টাকার প্ল্যানের সাথে ৩ জিবি ডেটা অতিরিক্ত পাবে গ্রাহকরা।
Explore More with Extra Data! Recharge on the #BSNLSelfCareApp and get 3GB extra data with ₹599 voucher.#RechargeNow #BSNLSelfCareAppSpecial #BSNL #BSNLRecharge #LimitedTimeOffer pic.twitter.com/J5c5DVKCIV
— BSNL India (@BSNLCorporate) November 12, 2024
তবে এরজন্য একটি শর্ত মানতে হবে গ্রাহকদের। আসলে ৫৯৯ টাকার প্রিপেড প্ল্যানটি কোম্পানির BSNL SelfCare অ্যাপ থেকে রিচার্জ করলে তবেই এই অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমেই গ্রাহকরা জিং, পিআরবিটি, অ্যাস্ট্রোটেল এর মতো পরিষেবা পাবে। তবে এর জন্য আলাদা চার্জ করা হতে পারে।
জানিয়ে রাখি, বিএসএনএল এখন এই মুহূর্তে সবচেয়ে কম খরচে মোবাইল চালাতে দেয়। টেলিকম কোম্পানিটির পোর্টফোলিও তে ৩০০ দিনের একটি প্রিপেড প্ল্যান আছে।এটি রিচার্জ করতে খরচ হয় মাত্র ৭৯৭ টাকা। এখানে রোজ ২ জিবি ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যায়। তবে এই সুবিধা প্রথম ৬০ দিনের জন্য দেওয়া হয়। এরপর সিম সচল থাকবে। তবে আউটগোয়িং কল বা ডেটা পরিষেবার জন্য টপ আপ রিচার্জ করতে হবে।
বিএসএনএল ইতিমধ্যেই তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত ডেটা অফার সম্পর্কে জানিয়েছি। কোম্পানির এই অফার ৮৪ দিনের প্ল্যানের সাথে পাওয়া যাবে। এই প্ল্যানের দাম ৫৯৯ টাকা।