BSNL এর সবচেয়ে সস্তা 2GB ডেটা প্ল্যান, এক রিচার্জে 395 দিন নিশ্চিন্ত

বিএসএনএল গ্রাহকরা 395 দিনের জন্য দৈনিক ডেটা এবং আনলিমিটেড কলিং পরিষেবা চান তাদের 2,399 টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। এই BSNL প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা এবং প্রতিদিন 100 টি এসএমএস পাঠানোর সুবিধাও আছে।

Julai Mondal 29 Nov 2024 10:57 PM IST

ভারতীয় টেলিকম বাজারে প্রতিযোগিতা বেড়েই চলেছে। পরিষেবা ভালো করার তাগিদে এবং লাভের মুখ দেখতে বেসরকারি টেলিকম সংস্থাগুলি গত জুলাই মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। ফলে ব্যয়বহুল হয়ে উঠেছে দীর্ঘ ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যানের। এই মুহূর্তে Jio এবং Airtel এর বার্ষিক প্ল্যানগুলির জন্য প্রায় 4000 টাকা পর্যন্ত ব্যয় করতে হতে পারে। তুলনায়, BSNL অনেক সস্তায় লং টার্ম রিচার্জ প্ল্যান অফার করে থাকে।

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর পোর্টফোলিওতে একটি বার্ষিক রিচার্জ প্ল্যান আছে যা 365 দিনের পরিবর্তে পুরো 395 দিনের জন্য ভ্যালিডিটি দেয়। যেখানে রিলায়েন্স জিও এবং এয়ারটেলের সস্তা বার্ষিক প্ল্যানগুলিতে প্রতিদিনের পরিবর্তে মোট ডেটা দেওয়া হয়, সেখানে বিএসএনএল এর প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যায়।

BSNL এর 395 দিনের ভ্যালিডিটি প্ল্যান

যে বিএসএনএল গ্রাহকরা 395 দিনের জন্য দৈনিক ডেটা এবং আনলিমিটেড কলিং পরিষেবা চান তাদের 2,399 টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা এবং প্রতিদিন 100 টি এসএমএস পাঠানোর সুবিধাও আছে। এছাড়া গ্রাহকরা সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি নেমে আসে ৪০ কেবিপিএসে।

এই বার্ষিক প্ল্যানের অতিরিক্ত সুবিধার মধ্যে আছে বিএসএনএল টিউনস, জিং মিউজিক সাবস্ক্রিপশনের পাশাপাশি হার্ডি গেমস, চ্যালেঞ্জার এরিনা গেমস, গেমন অ্যাস্ট্রোটেল, গেমিয়াম উপভোগ করার সুযোগ।

আবার আপনি যদি দৈনিক 3 জিবি ডেটা চান তবে কোম্পানি 2,999 টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে 365 দিনের বৈধতা পাওয়া যাবে এবং আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 টি এসএমএস এবং রোজ 3 জিবি ডেটা পাওয়া যাবে। তবে, যেহেতু বিএসএনএলের 4G পরিষেবা সব অঞ্চলে উপলব্ধ নেই, তাই আপনি প্রতিদিনের ডেটা শেষ করতে সক্ষম নাও হতে পারেন।

Show Full Article
Next Story