BSNL-এর সেরা দুই রিচার্জ প্ল্যান, 3 মাস ধরে রোজ 3 জিবি ডেটা ও কল, মূল্য শুরু 299 টাকা থেকে

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত প্ল্যান অফার করে। তাই কম খরচে আজও যারা টেলিকম পরিষেবা...
techgup 7 May 2023 12:34 PM IST

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত প্ল্যান অফার করে। তাই কম খরচে আজও যারা টেলিকম পরিষেবা নিতে চায় তাদের জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited) একটি দুর্দান্ত বিকল্প। আর সংস্থাটি শীঘ্রই দেশজুড়ে 4G নেটওয়ার্কও চালু করতে চলেছে। তাই গ্রাহকরাও আশা করা যায় দুর্দান্ত পরিষেবা পাবে।

এই পরিস্থিতিতে আপনি যদি BSNL-এর বেশি ডেটা বেনিফিট যুক্ত কোনো রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা সংস্থার এমন দুটি প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে কথা বলবো, যেখানে দৈনিক অনেক ডেটা পাওয়া যাবে। আর BSNL-এর এই দুই প্ল্যানের দাম ২৯৯ টাকা এবং ৫৯৯ টাকা। আসুন এগুলির বেনিফিট দেখে নেওয়া যাক।

BSNL-এর 299 টাকার প্ল্যান

২৯৯ টাকার বিএসএনএল প্ল্যানের মেয়াদ ৩০ দিন এবং এখানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে। এছাড়া এই প্ল্যানে আপনি প্রতিদিন ৩ জিবি ডেটা এবং ১০০ টি এসএমএস পাবেন। নির্ধারিত ডেটা শেষ হয়ে যাওয়ার পরে, গতি ৪০ কেবিপিএসে নেমে আসবে। এই প্ল্যানে কোনও অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত নেই।

BSNL-এর 599 টাকার প্ল্যান

এদিকে ৫৯৯ টাকার বিএসএনএল প্ল্যানটি একটি ওয়ার্ক ফ্রম হোম প্যাক, যার বৈধতা ৮৪ দিন। এতে প্রতিদিন ৩ জিবি ডেটা, ফ্রি ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। এগুলি ছাড়াও, প্ল্যানটি জিং + পিআরবিটি + অ্যাস্ট্রোসেল এবং রাত ১২ টা থেকে ভোর ৫ টার মধ্যে আনলিমিটেড ফ্রি নাইট ডেটা সরবরাহ করে।

Show Full Article
Next Story