Bharat Sanchar Nigam Limited: রোজ ৩ জিবি পর্যন্ত ডেটা সহ আনলিমিটেড কল, ২০০ টাকার কমে দুর্দান্ত প্ল্যান

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited or BSNL) তার গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সুবিধা এবং পরিষেবা দেওয়ার…

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited or BSNL) তার গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সুবিধা এবং পরিষেবা দেওয়ার জন্য এমন তিনটি প্রিপেড প্ল্যান অফার করে, যেগুলির ভ্যালিডিটি প্রায় এক মাস। আর এই প্রিপেইড প্ল্যানগুলি হল, যথাক্রমে BSNL PV 107, BSNL STV 147 এবং BSNL STV 185। চলুন এই প্ল্যানগুলিতে কি কি সুবিধা পাওয়া যায় দেখে নেওয়া যাক।

BSNL এসটিভি ১০৭

বিএসএনএলের এই প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ৩৫ দিন, যেটি রিচার্জ করলে ব্যবহারকারীরা প্রতিদিন বিনামূল্যে ৩ জিবি ডেটা উপভোগ করতে পারবেন। এতে বিএসএনএল গ্রাহকেরা ২০০ মিনিট লোকাল, এসটিডি এবং রোমিং ভয়েস কলের সুবিধা পাবেন। এছাড়াও গ্রাহকদের বোনাস হিসেবে ৩৫ দিনের জন্য বিএসএনএল টিউনের সুবিধা পাবেন, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ইচ্ছে মতো কলার টিউন সেট করতে পারবেন।

BSNL এসটিভি ১৪৭

বিএসএনএলের এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন, আর এই প্ল্যানের মাধ্যমে বিএসএনএল গ্রাহকরা তাদের হোম এলএসএ এবং ন্যাশনাল রোমিংয়ে থাকাকালীন যে কোনো নেটওয়ার্ক-এ আনলিমিটেড ভয়েস কল উপভোগ করতে পারবেন। আবার এখানে ১০ জিবি বাল্ক ডেটা অফার করে, যার মাধ্যমে গ্রাহকেরা নিজেদের সুবিধে মতো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন। এছাড়াও প্ল্যানটি এসএমএস-এর সুবিধা, বিএসএনএল টিউনস উপভোগ করতে দেয়।

BSNL এসটিভি ১৮৫

এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন, আর অন্যান্য প্ল্যানের মতোই এখানেও যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস করা যায়। এছাড়াও এখানে গ্রাহকেরা প্রত্যেকদিন ১ জিবি করে হাই স্পিড ডেটা পেয়ে যাবেন এবং দৈনিক ডেটা সীমা অতিক্রম করলে ইন্টারনেটের স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে। আবার গ্রাহকেরা প্রত্যেকদিন ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন।

BSNL-এর এই প্ল্যান ভাউচারগুলি রিচার্জ করবেন কিভাবে ?

ব্যবহারকারীরা BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, অনুমোদিত রিটেল স্টোর এবং অনলাইন রিচার্জ প্ল্যাটফর্ম সহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সহজেই এই প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন