এক রিচার্জেই প্রায় 5 মাস নিশ্চিন্ত, BSNL এর নতুন এই প্ল্যান সম্পর্কে জানেন তো

কিছুদিন আগেই দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। তবে, সেই সময়ে রাষ্ট্রীয় সংস্থা BSNL...
Julai Modal 22 Aug 2024 9:50 AM IST

কিছুদিন আগেই দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। তবে, সেই সময়ে রাষ্ট্রীয় সংস্থা BSNL কোনো রকম শুল্ক বৃদ্ধি না করায় স্বাভাবিক ভাবেই গ্রাহকদের মধ্যে BSNL ব্যবহার করার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। এবার আবার এই টেলিকম সংস্থাটি গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সাশ্রয়ী মূল্যে একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। যেটি 997 টাকায় 5 মাস পর্যন্ত ভ্যালিডিটি অফার করে। আসুন BSNL-এর এই নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNL-এর 997 টাকার নতুন রিচার্জ প্ল্যান

আগেই বলা হয়েছে BSNL-এর এই প্ল্যানের দাম 997 টাকা, আর এটি 160 দিন বা প্রায় 5 মাস ভ্যালিডিটি অফার করে। এছাড়াও, এর সাথে ব্যবহারকারীদের প্রত্যেকদিন 2 জিবি ডেটা অফার করা হয়। অর্থাৎ, 160 দিনে একজন ব্যবহারকারী মোট 320 জিবি ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়াও, এর সাথে প্রত্যেকদিন 100টি এসএমএস এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও প্রদান করা হয়।

আবার অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানের সাথে দেশব্যাপী রোমিং, হার্ডি গেমস, জিং মিউজিক এবং বিএসএন‌এল টিউনস-এর মতো সুবিধাগুলিও অন্তর্ভুক্ত করা আছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যদিও বিএসএন‌এল এখনো 2G এবং 3G পরিষেবা প্রদান করে থাকে। তবে টেলকোটি জানিয়েছে, তারা অক্টোবর মাসের শেষ থেকে আনুষ্ঠানিক ভাবে 4G পরিষেবা লঞ্চ করবে। আর একবার নির্বিঘ্নে 4G পরিষেবা চালু করার পর শীঘ্রই তারা 5G পরিষেবা প্রদান করাও শুরু করে দেবে।

Show Full Article
Next Story