মাত্র 599 টাকায় 3 মাস আনলিমিটেড কল, 3GB ডেইলি ডেটা: রিচার্জে মিলবে রাতভোর আনলিমিটেড ডেটাও

একদিকে যেমন 4G নেটওয়ার্ক নিয়ে জোরকদমে কাজ চলছে, তেমনই অন্যদিকে আবার গ্রাহকদের আকর্ষিত করার জন্য নানাবিধ সুবিধা নিয়েও...
Anwesha Nandi 30 March 2023 4:21 PM IST

একদিকে যেমন 4G নেটওয়ার্ক নিয়ে জোরকদমে কাজ চলছে, তেমনই অন্যদিকে আবার গ্রাহকদের আকর্ষিত করার জন্য নানাবিধ সুবিধা নিয়েও হাজির হচ্ছে বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL or Bharat Sanchar Nigam Limited)। এই মুহূর্তে দেশের প্রধান প্রাইভেট টেলিকম অপারেটরগুলির তুলনায় এই সরকারি সংস্থাটি প্রচুর সস্তা রিচার্জ প্ল্যান অফার করে থাকে; আবার তাদের নানা প্ল্যানে থাকে ভিন্ন ভিন্ন বেনিফিটও। সেক্ষেত্রে আপনি যদি BSNL গ্রাহক হন এবং এই মুহূর্তে আপনার প্রয়োজন থাকে এমন একটি প্ল্যানের যার সাহায্যে আপনি সারারাত ইচ্ছামত অফুরন্ত ডেটা ব্যবহার করতে পারবেন, তাহলে আপনার জন্য আজ রয়েছে একটি সেরা প্ল্যানের হদিশ। আসলে আজ আমরা এই সংস্থার ৫৯৯ টাকা দামের জনপ্রিয় একটি প্রিপেইড প্ল্যানের কথা বলব, যার বেনিফিট অত্যন্ত আকর্ষণীয়।

BSNL-এর ৫৯৯ টাকার প্ল্যান রিচার্জ করা মানে পয়সা-উসুল ফায়দা!

এমনিতে বিএসএনএলের এই ৫৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান আনলিমিটেড ভয়েস কল (লোকাল/এসটিডি, রোমিং এবং MTNL এলাকাতেও), প্রতিদিন ১০০টি করে এসএমএস এবং রোজ ৩ জিবি হাইস্পিড ডেটা অফার করে৷ প্ল্যানটির বৈধতা ৮৪ দিন। অর্থাৎ বুঝতেই পারছেন যে জিও (Jio), এয়ারটেল (Airtel)-এর তুলনায় কত কম খরচে ত্রৈমাসিক রিচার্জ অপশন অফার করছে বিএসএনএল।

তবে মজার ব্যাপার হল যে, এখানেই সুবিধার শেষ নয়। বরঞ্চ বিএসএনএল গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করলে, উপরোক্ত সুবিধাগুলির পাশাপাশি রাত ১২টা থেকে সকাল ৫টা পর্যন্ত সময় এমার্জেন্সি কমিউনিকেশন (যেমন ইমেইল এবং ইনস্ট্যান্ট মেসেজিং)-এর জন্য এবং অন্যান্য প্রয়োজন মেটাতে আনলিমিটেড নাইট ডেটা অফার করবে। এই সময় অর্থাৎ গভীর রাতে যারা জেগে থাকেন তাদের জন্য এই নাইট আনলিমিটেড ডেটা কাজে আসবে, যেখানে মিলবে হাই-স্পিডও।

অন্যান্য সুবিধা

অতিরিক্ত বেনিফিট হিসেবে ৫৯৯ টাকার বিএসএনএল প্ল্যানের গ্রাহকরা ডেটা, ভয়েস এবং এসএমএস ছাড়াও ফ্রি বিএসএনএল টিউনস, জিং (Zing) মিউজিক, অ্যাস্ট্রোটেল (Astrotell) এবং গেমঅন (GameOn) সার্ভিসের অ্যাক্সেস পাবেন। এক্ষেত্রে যদি কেউ প্ল্যানটি দ্বিতীয় বা তৃতীয়বার রিচার্জ করেন, তবে আগে জমে থাকা অর্থাৎ অব্যবহৃত বৈধতা (যদি কেউ সময়ের আগে রিচার্জ করেন) কাজে লাগানো যাবে।

Show Full Article
Next Story