লাহৌল ও স্পিতির মাইনাস ৬ ডিগ্রিতেও মিলবে BSNL 4G, নেপথ্যে স্যাটেলাইট প্রযুক্তি
ভারতের প্রত্যন্ত গ্রামে ৪জি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল BSNL। লাহৌল ও স্পিতির মাইনাস ৬ ডিগ্রিতেও মিলবে নেটওয়ার্ক। স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে এই পরিষেবা দেবে সংস্থা।
দেশজুড়ে দ্রুত ৪জি পরিষেবা বিস্তার করছে BSNL। ইতিমধ্যে প্রায় ৫০ হাজার ৪জি সাইট স্থাপন করে ফেলেছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থাটি। ২০২৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে মোট ১ লক্ষ ৪জি সাইটে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে সংস্থা। এই ৪জি কভারেজের আওতায় দেশের প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করার সমস্ত প্রচেষ্টা করছে বিএসএনএল। সম্প্রতি হিমাচল প্রদেশের লাহৌল এবং স্পিতি জেলার প্রত্যন্ত রারিক গ্রামে ছোট অ্যাপারচার টার্মিনাল (VSAT) প্রযুক্তি ব্যবহার করে প্রথম ৪জি স্যাচুরেশন সাইট উন্মোচন করা হয়েছে। বর্তমানে এই দুই জায়গার তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি।
এই কঠিন পরিস্থিতিতেও ৪জি সাইট বসানো একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, VSAT হল কমপ্যাক্ট গ্রাউন্ড স্টেশন যা উপগ্রহ যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে ডেটা, ভয়েস এবং ভিডিয়ো সংকেত প্রেরণ এবং গ্রহণ করে। ন্যারোব্যান্ড এবং ব্রডব্যান্ড উভয় ডেটার প্রয়োজনীয়তা যাচাই করে বিশ্বব্যাপী টার্মিনাল এবং হাবগুলিতে তথ্য পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই VSAT বসনোর যে খরচ তা বহন করেছে ডিজিটাল ভারত নিধি। যার আগে নাম ছিল ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড। সংস্থার তহবিল থেকে এই সাইটের সমস্ত খরচ বহন করা হয়েছে।
BSNL লঞ্চ করেছে ডিরেক্ট-টু-ডিভাইস স্যাটেলাইট পরিষেবা
প্রসঙ্গত, এই উদ্যোগের অধীনে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে দেশজুড়ে ৪জি নেটওয়ার্ক উন্নত করার লক্ষ্য নিয়েছে বিএসএনএল। সম্প্রতি ডিরেক্ট-টু-ডিভাইস স্যাটেলাইট সংযোগ পরিষেবাও চালু করেছে সংস্থা। টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) দ্বারা ঘোষিত এই উদ্যোগটি ভারতের প্রথম স্যাটেলাইট-টু-ডিভাইস যোগাযোগ পরিষেবা হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমেরিকার যোগাযোগ প্রযুক্তি সংস্থা ভিয়াশত-এর সহযোগিতায় তৈরি করা হয়েছে এই নেটওয়ার্ক।
ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট কানেক্টিভিটি বাড়ানোর জন্য এটি আনা হয়েছে। দুর্গম এলাকাতেও ব্যবহারকারীদের যোগাযোগ রাখতে সাহায্য করবে এই নেটওয়ার্ক। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (আইএমসি) ২০২৪-এ বিএসএনএল-এর প্রাথমিক উন্মোচনের পরে, টেলিকম বিভাগ এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণাটি করেছে।
ভারতের প্রত্যন্ত গ্রামে ৪জি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল BSNL। লাহৌল ও স্পিতির মাইনাস ৬ ডিগ্রিতেও মিলবে নেটওয়ার্ক। স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে এই পরিষেবা দেবে সংস্থা।