BSNL Diwali Offer

আগামীকাল শেষ BSNL দীপাবলি অফার! জলের দরে মিলছে ৬০০ জিবি নেট, আনলিমিটেড কলিং

BSNL Diwali Offer - ২৮ অক্টোবর থেকে চালু হয়েছে এই দীপাবলি অফার। যেখানে ৩৬৫ দিন রিচার্জ প্ল্যানে ১০০ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে কোম্পানি।

Suvrodeep Chakraborty 6 Nov 2024 1:44 PM IST

দীপাবলি উপলক্ষে মোবাইল রিচার্জের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বিএসএনএল। যেখানে একটি বার্ষিক প্ল্যানের সাথে সস্তায় ৬০০ জিবি নেট, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন SMS এর সুবিধা পাওয়া যাবে। আর এই রিচার্জ প্ল্যানের দাম জিও-এয়ারটেলের রিচার্জ প্ল্যানের থেকে বেশ কম। যে কারণে অনেকেই অফারটি হাতছাড়া করতে চাইছেন না। আপনিও যদি এই অফারের লাভ তুলতে চান, তাহলে ৭ নভেম্বরের মধ্যে রিচার্জটি করতে হবে।

বিএসএনএল দীপাবলি অফার সম্পর্কে জানুন

২৮ অক্টোবর থেকে চালু হয়েছে এই দীপাবলি অফার। যেখানে ৩৬৫ দিন রিচার্জ প্ল্যানে ১০০ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে কোম্পানি। এই অফার রয়েছে ১,৯৯৯ টাকা রিচার্জ প্ল্যানের উপর। ৭ নভেম্বর পর্যন্ত এটি ১,৮৯৯ টাকায় রিচার্জ করতে পারবেন বিএসএনএল গ্রাহকেরা। জিও, এয়ারটেল এবং ভোডাফোন যেখানে একের পর এক রিচার্জের দাম বাড়াচ্ছে সেখানে উল্টে ১০০ টাকার ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে বিএসএনএল।

১,৯৯৯ টাকার বিএসএনএল বার্ষিক রিচার্জ প্ল্যান

এদিন এক্স প্ল্যাটফর্মর অফারটি সম্পর্কে গ্রাহকদের জানিয়েছে বিএসএনএল। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই প্রিপেড প্ল্যানে মোট ৬০০ জিবি নেট, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি SMS এর সুবিধা রয়েছে। প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন, অর্থাৎ একবার রিচার্জ করলে সারা বছর নিশ্চিন্ত। রিচার্জটি করার জন্য বিএসএনএল অ্যাপ, ওয়েবসাইট অথবা অন্যান্য থার্ড পার্টি অ্যাপে ভিজিট করতে পারেন।

জিও-এয়ারটেলকে টক্কর

বিএসএনএলের এই ছাড় দেওয়ার সিদ্ধান্ত চাপে ফেলে দিয়েছে দেশের দুই শীর্ষাস্থানীয় টেলিকম সংস্থা জিও এবং এয়ারটেলকে। দুই সংস্থা যখন রিচার্জের দাম বাড়ানোর ঘোষণা করে, তারপর থেকে অনেকেই বিএসএনএলের দিকে ঝুঁকতে শুরু করেন। সেইসব গ্রাহকদের ধরে রাখতে নানা অফারের ঘোষণা করছে কোম্পানি। যার মধ্যে একটি এই দীপাবলি অফার। ২৮ অক্টোবর থেকে চালু হয়েছে এই অফার, যা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

Show Full Article
Next Story