গ্রাহকদের ভালো পরিষেবা দিতে ব্যর্থ, জিওদের টাওয়ার লিজ দিয়ে আয় করছে BSNL
ভারত সঞ্চয় নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল এখনো ৪জি লঞ্চ করতে পারেনি, তবুও সংস্থাটি যথেষ্ট পরিমানে অর্থ উপার্জন করে চলেছে।...ভারত সঞ্চয় নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল এখনো ৪জি লঞ্চ করতে পারেনি, তবুও সংস্থাটি যথেষ্ট পরিমানে অর্থ উপার্জন করে চলেছে। আসলে, বহু বছর ধরেই বিএসএনএল বেসরকারী টেলিকম অপারেটরদের লিজ দিয়ে থাকে নিজেদের টেলিকম ইনফ্রাস্ট্রাকচার। যার মাধ্যমেই সংস্থাটি বিপুল পরিমাণে অর্থ উপার্জন করতে পারে। উল্লেখ্য, ২০২০ অর্থবছর থেকে বিএসএনএল তাদের মোবাইল টাওয়ারগুলি লিজ দিয়ে প্রায় এখনো পর্যন্ত প্রায় ১,০০০ কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে। আর এর মধ্যে বেশিরভাগ টাওয়ারই লিজ নিয়েছে রিলায়েন্স জিও।
মূলত কম খরচে নিজেদের পরিষেবা দ্রুত বিভিন্ন এলাকায় পৌঁছে দেবার উদ্দেশ্যেই টেলিকম সংস্থাগুলি অন্য অপারেটরের ইনফ্রাস্ট্রাকচার লিজ নিয়ে থাকে। আর ২০২৪ অর্থবর্ষে বিএসএনএল তাদের ইনফ্রাস্ট্রাকচার লিজ দেয়ার জন্য টেলিকম অপারেটরদের কাছ থেকে মোট ১০৫৫.৮০ কোটি টাকা আয় করেছে। যেখানে ২০১১ অর্থবর্ষে এই আয়ের পরিমাণ ছিল ৩০.৭৩ কোটি টাকা।
যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী প্রেম মাসানি চন্দ্রশেখর বলেছেন যে, ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত বিএসএনএলের ভারতজুড়ে ৬৭,৩৪০ টি মোবাইল টাওয়ার ছিল, এর মধ্যে বেসরকারি টেলিকম অপারেটর রিলায়েন্স জিও প্রায় ৮,৪৩৮ টি টাওয়ার লিজ নিয়েছে।
আর ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল বিএসএনএলের কাছ থেকে যথাক্রমে ১,৫৬৮ এবং ২,৪১৫টি টাওয়ার লিজ নিয়েছে। বেসরকারি টেলিকম সংস্থা ছাড়াও রাষ্ট্র চালিত টেলিকম অপারেটরটি রাজ্য সরকারী পুলিশ এবং এমটিএনএল সহ আরো অনেক সংস্থাকে ১২,৫০২ টি টাওয়ার লিজ দিয়েছে।