Jio, Airtel-র চিন্তা বাড়াল BSNL, ১০ হাজার নতুন 4G সাইট স্থাপন করল কোম্পানি

BSNL- এর লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে ১ লাখ ৪জি সাইট স্থাপন করা। এদিন দেশে ১০ হাজার নতুন ৪জি সাইট স্থাপন করল কোম্পানি।

Suvrodeep Chakraborty 15 Dec 2024 11:03 PM IST

দ্রুত গতিতে 4G পরিষেবা প্রসারিত করছে BSNL। বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে দৌড়ে টিকে থাকতে আক্রমণাত্মক পরিকল্পনায় এগোচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। টেলিকম অপারেটরের লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে ১ লাখ ৪জি সাইট স্থাপন করা। সেই লক্ষ্যে অবিচল বিএসএনএল এদিন নতুন ১০ হাজার ৪জি সাইট স্থাপন করল।

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জোত্যিরাদিত্য সিন্ধিয়া জানান, গোটা দেশে এখনও পর্যন্ত ৬২,২০০টির বেশি ৪জি টাওয়ার স্থাপন করেছে বিএসএনএল। প্রসঙ্গত, কোম্পানির ‘আচ্ছে দিন’ শুরু হয়েছে এ বছরই জুলাই থেকে। কারণ ওই মাসে জিও, এয়ারটেল এবং ভিআই রিচার্জের দাম বাড়ানোর ঘোষণা করে। তারপর একে একে গ্রাহকরা বিএসএনএলে জুড়তে শুরু করেন।

২০২৪ সালে এখনও অবধি ৫৫ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে এই টেলিকম কোম্পানির সঙ্গে। যদিও বিএসএনএলের দুর্বল নেটওয়ার্ক পরিষেবা নিয়ে অভিযোগও উঠেছে। যার জেরে অনেকে আবার পুরানো সিমে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন। জিও, এয়ারটেল থেকে যারা বিএসএনএলে গেছিলেন, তারা আবার ফিরতি পথ ধরতে শুরু করেছেন। তবে সার্বিক ভাবে দেখলে এই বছর টেলিকম বাজারে জমি শক্ত করার একটি বড় সুযোগ পেয়েছে বিএসএনএল।

উল্লেখ্য, ৪জি পরিষেবার পাশাপাশি ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা করছে বিএসএনএল। যদি সেক্ষেত্রে কোম্পানি সফল হয়, তাহলে এটি ভারতের তৃতীয় টেলিকম অপারেটর হবে। কোম্পানি ঘোষণা করেছে যে, তাদের প্রযুক্তি ইতিমধ্যেই ৫জি এর জন্য প্রস্তুত। এই প্রকল্পটি Tata Consultancy Services-এর নেতৃত্বে একটি কনসোর্টিয়াম দ্বারা সমর্থিত। উক্ত কোম্পানি তেজস নেটওয়ার্ক এবং C-DoT-এর মতো সংস্থাগুলির সঙ্গে এই পরিকাঠামো গড়ে তোলা হবে বলে জানিয়েছে বিএসএনএল।

Show Full Article
Next Story