BSNL 5G Launch

জিও, এয়ারটেলদের দিন শেষ? 5G পরিষেবা লঞ্চের জন্য টেন্ডার ডাকলো BSNL

BSNL 5G Launch - টেন্ডারে জানানো হয়েছে যে, বিএসএনএল ৫জি স্ট্যান্ডঅ্যালোন (BSNL 5G SA) পরিষেবা দেওয়ার জন্য ৯০০ মেগাহার্টজ ও ৩৩০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করার কথা ভাবছে।

Puja Mondal 7 Nov 2024 1:02 PM IST

গত জুলাই ও আগস্ট মাসে ৫৫ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL। এর অন্যতম কারণ জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার সাম্প্রতিক রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি। বিএসএনএল এর সস্তা রিচার্জ প্ল্যানের প্রতি আকৃষ্ট হয়ে গ্রাহকরা দলে দলে সরকার মালিকানাধীন টেলিকম কোম্পানিটিতে যোগ দিচ্ছে। আর এই নতুন গ্রাহকদের ধরে রাখতে বিএসএনএল বিভিন্ন অফারের পাশাপাশি ৪জি নেটওয়ার্কের লঞ্চের জন্য জোর চেষ্টা চালাচ্ছে।

পাশাপাশি টেলিকম অপারেটরটি ৫জি পরিষেবা রোল আউটের জন্যেও বিভিন্ন স্থানে পরীক্ষা শুরু করেছে। জানা গেছে, দিল্লিতে ৫জি পরিষেবা চালু করার জন্য একটি টেন্ডার ডাকা হয়েছে। এখানে নেটওয়ার্ক সরবরাহকারী এবং যন্ত্রাংশ নির্মাতাদের কাছ থেকে ১,৮৭৬টি ৫জি সাইটের জন্য স্ট্যান্ডঅ্যালোন (এসএ) আর্কিটেকচার ব্যবহার করে দেশীয় ৫জি নেটওয়ার্ক ইনস্টল করতে দরপত্র চাওয়া হয়েছে। এর মাধ্যমে বিএসএনএল এর লক্ষ্য ১ লক্ষ গ্রাহককে পরিষেবা দেওয়া।

BSNL 5G পরিষেবায় এই ব্যান্ড ব্যবহার হবে

টেন্ডারে জানানো হয়েছে যে, বিএসএনএল ৫জি স্ট্যান্ডঅ্যালোন (BSNL 5G SA) পরিষেবা দেওয়ার জন্য ৯০০ মেগাহার্টজ ও ৩৩০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করার কথা ভাবছে। যাদের দরপত্র বিএসএনএল গ্রহণ করবেন তারা লাইসেন্সপ্রাপ্ত সার্ভিস এরিয়ার (এলএসএ) মধ্যে ফাইভজি নেটওয়ার্ক সরবরাহ ও পরিচালনার দায়িত্বে থাকবে। বিএসএনএলের লক্ষ্য দিল্লিতে দুটি ভিন্ন পরিষেবা সরবরাহকারীর সাথে কাজ করা। এরমধ্যে প্রাইমারি পরিষেবা (5GaaS) সরবরাহকারী হিসাবে বেশি অঞ্চলে কাজ করবেন এবং এবং দ্বিতীয় সরবরাহকারী তুলনামূলকভাবে কম অঞ্চল সমলাবে।

প্রসঙ্গত কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিছুদিন আগেই জানিয়েছিলেন যে, বিএসএনএল দ্রুত ৪জি নেটওয়ার্ক চালু করার জন্য টাওয়ার ইনস্টলের কাজ করছে। আপাতত ৫০ হাজার টাওয়ার বসানো হয়ে গেছে এবং লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১ লক্ষ টাওয়ার বসানোর। এই টাওয়ারগুলিকেই পরে ৫জি পরিষেবার জন্য ব্যবহার করা হবে।

Show Full Article
Next Story