BSNL লঞ্চ করল ন্যাশনাল Wi-Fi রোমিং পরিষেবা, দেশের যেকোনো জায়গায় মিলবে হাই স্পিড ইন্টারনেট

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তাদের ফাইবার টু দা হোম (FTTH) ব্যবহারকারীদের জন্য ন্যাশনাল Wi-Fi রোমিং সার্ভিস চালু করল। এরফলে সংস্থার ফাইবার কানেকশন ব্যবহারকারীরা দেশজুড়ে হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

Puja Mondal 12 Nov 2024 2:10 PM IST

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তাদের ফাইবার টু দা হোম (FTTH) ব্যবহারকারীদের জন্য ন্যাশনাল Wi-Fi রোমিং সার্ভিস চালু করল। এরফলে সংস্থার ফাইবার কানেকশন ব্যবহারকারীরা দেশজুড়ে হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। উল্লেখ্য, বিএসএনএল মোবাইল গ্রাহকদের জন্য শীঘ্রই ৪জি নেটওয়ার্ক লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে। গত জুলাই ও আগস্ট মাসে প্রায় ৫৫ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে টেলিকম কোম্পানিটি। এখন সংস্থাটি ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য নয়া সার্ভিস নিয়ে হাজির হল।

BSNL দেশজুড়ে চালু করল ন্যাশনাল Wi-Fi রোমিং পরিষেবা

এই মুহূর্তে বিএসএনএল গ্রাহকরা তাদের রাউটারের মাধ্যমে ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা পান‌। তবে ন্যাশনাল ওয়াই-ফাই রোমিং পরিষেবার মাধ্যমে দেশের যেকোনো জায়গায় বিএসএনএল এফটিটিএইচ কানেকশনের সুবিধা পাবেন গ্রাহকরা‌। তবে এরজন্য সাবস্ক্রিপশন থাকা বাধ্যতামূলক। অর্থাৎ এবার ঘরের বাইরেও হাই স্পিড ইন্টারনেট সুবিধা পাবেন গ্রাহকরা।




বিএসএনএল এর তরফে বলা হয়েছে, তাদের নতুন ন্যাশনাল ওয়াই-ফাই রোমিং পরিষেবা এফটিটিএইচ গ্রাহকদের যেকোনো জায়গায় হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি দেবে। এমনকি গ্রাহক যদি কোনো গ্রাম্য অঞ্চলে থাকে এবং সেখানে বিএসএনএল ওয়াই-ফাই পরিষেবা থাকে তাহলে সেখানেও গ্রাহক হাই স্পিড ইন্টারনেট পাবেন।

ন্যাশনাল ওয়াই-ফাই রোমিং পরিষেবার মাধ্যমে বিএসএনএল চেষ্টা করছে নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে। কারণ জিও ও এয়ারটেলের মতো সংস্থা এই ধরনের কোনো পরিষেবা দেয় না। যদিও এর প্রয়োজনও হয় না। কারণ জিও ও এয়ারটেল গ্রাহকরা ঘরের বাইরে বার হলে ৫জি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পান‌। তবে যেহেতু বিএসএনএল এখনও ৪জি পরিষেবা চালু করতে পারেনি, তাই ওয়াই-ফাই পরিষেবা চালু করা গুরুত্বপূর্ণ ছিল।

কীভাবে BSNL এর ন্যাশনাল Wi-Fi রোমিং পরিষেবা ব্যবহার করবেন?

১). প্রথমে বিএসএনএল এর ওয়াই-ফাই রোমিং পোর্টালে যান।

২). এবার বিএসএনএল এফটিটিএইচ নম্বর এন্টার করুন।

৩). এরপর বিএসএনএল এফটিটিএইচ কানেকশনের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন।

৪). তারপর ক্যাপচা কোড লিখুন।

৫). এবার ওটিপি দিয়ে 'Verify' বাটনে ক্লিক করে পরিষেবা গ্রহণ করুন।

Show Full Article
Next Story