BSNL VoLTE service: বিএসএনএলের Volte পরিষেবা কীভাবে নেবেন? রইল ওয়াইফাই দিয়ে HD কল করার উপায়

4G গ্রাহকদের জন্য Volte পরিষেবা আনল BSNL। এবার ওয়াইফাই নেটওয়ার্ক দিয়েই করা যাবে HD ভয়েস কলিং। কীভাবে করবেন পদ্ধতি জেনে নিন।

Suvrodeep Chakraborty 28 Nov 2024 7:16 PM IST

দেশের তিন প্রধান টেলিকম অপারেটর জিও, এয়ারটেল এবং ভিআইকে চ্যালেঞ্জ দিতে শুরু করেছে বিএসএনএল (BSNL)। একগুচ্ছ নতুন পরিষেবা, দেশজুড়ে 4G শুরু করার মতো ইতিবাচক পদক্ষেপ সংস্থাকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করছে। বেসরকারি সংস্থাগুলি মোবাইল রিচার্জের দাম বাড়ানোর পর প্রচুর মানুষ বিএসএনএলের দিকে ঝুঁকতে শুরু করেছেন। সেইসব গ্রাহকদের খুশি রাখার জন্য দ্রুত গতিতে 4G পরিষেবা চালু করার পথে সংস্থা।

বর্তমানে, ৫০ হাজারের বেশি জায়গায় বিএসএনএল 4G নেটওয়ার্ক পরীক্ষা হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থাটি সম্প্রতি একটি পরিষেবা চালু করেছে। গ্রাহকরা এবার ওয়াইফাই ব্যবহার করে কল করার সুবিধা পাবেন। ৪জি Volte পরিষেবা চালু করেছে বিএসএনএল। আপনার যদি এই টেলকো’র সিম কার্ড থাকে তাহলে কীভাবে বৈশিষ্ট্যটি ব্যবহার করবেন, সেই সহজ পদ্ধতি জেনে নিন।

BSNL 4G Volte চালু করার জন্য

আপনার বিএসএনএল 4G বা 5G সিম থেকে ৫৩৭৩৩ নম্বরে ‘ACTVOLTE’ লিখে একটি মেসেজ পাঠাতে হবে। উল্লেখ্য, এই পরিষেবাটি শুধুমাত্র 4G এবং 5G সিম কার্ডেই ব্যবহার করা যাবে। আপনার যদি পুরানো বিএসএনএল 2G বা 3G সিম থাকে তাহলে Volte নেটওয়ার্ক কাজ করবে না। এর জন্য আপনাকে নিকটস্থ বিএসএনএল গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে বিনা খরচে 4G বা 5G সিমে আপগ্রেড করতে হবে।

যদিও অনেকদিন আগেই জিও, এয়ারটেল ও ভিআই এই পরিষেবা এনেছে। ভারতে লক্ষ লক্ষ গ্রাহকদের সুবিধার্থে বিএসএনএলও এবার সেই তালিকায় যোগ দিল।

প্রসঙ্গত, বিএসএনএল সম্প্রতি স্যাটেলাইট ভিত্তিক ডিরেক্ট-টু-ফোন পরিষেবা সফল ভাবে পরীক্ষা করেছে। যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও নির্বিঘ্নে ইন্টারনেট ও কলিং পরিষেবা পাবেন গ্রাহকরা।

Show Full Article
Next Story