Jio, Airtel-র সমস্যা আরও বাড়িয়ে নতুন প্ল্যান আনল BSNL
বিএসএনএল তাদের নতুন প্ল্যানে গ্রাহকদের 3600 জিবি ডেটা অফার করছে। অর্থাৎ প্রতি মাসে 1200 জিবি ডেটা পাওয়া যাবে। এই ডেটা 25 এমবিপিএস স্পিডে ব্যবহার করা যাবে।
সরকারি টেলিকম সংস্থা BSNL ক্রমাগত জিও, এয়ারটেল এবং ভিআইয়ের সমস্যা বাড়াচ্ছে। নতুন প্ল্যান এনে বেসরকারি সংস্থার গ্রাহকদের আকৃষ্ট করছে ভারতের চতুর্থ বৃহত্তম টেলিকম অপারেটরটি। বিএসএনএল কয়েক মাসের মধ্যে জিও, এয়ারটেল এবং ভিআইয়ের লক্ষ লক্ষ গ্রাহককে কাছে টেনেছে। এখন আবার সংস্থাটি এমন একটি প্ল্যান এনেছে যা বেসরকারি সংস্থাগুলিকে নতুন করে চাপে ফেলবে।
গত জুলাই থেকে নতুন গ্রাহক বিএসএনএলে যোগ দেওয়ার পর থেকে সংস্থাটি পরিষেবা ভালো করার জন্য কাজ করছে। দ্রুত 4G নেটওয়ার্ক প্রসারিত করতে নতুন নতুন সাইট তৈরি করেছে তারা। প্রায় 51 হাজার নতুন 4G টাওয়ার বসানোর কাজ BSNL সম্পন্ন করেছে বলে জানা গেছে। এরফলে খুব শীঘ্রই আমরা সরকারি টেলিকম সংস্থাটিকে উন্নত পরিষেবা দিতে দেখবো। তবে টাওয়ার বসানোর পাশাপাশি নতুন নতুন প্ল্যানও আনছে তারা।
কম দামে বেশি ডেটা পাওয়া যাবে
BSNL তাদের ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ প্ল্যান লঞ্চ করেছে, যারা বেশি ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এটি আদর্শ। এই প্ল্যানটি সংস্থার ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে, যার মূল্য 999 টাকা। এই প্ল্যানে সরকারি টেলিকম সংস্থাটি লম্বা ভ্যালিডিটির পাশাপাশি প্রচুর ডেটা অফার করছে। 999 টাকার প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা 3 মাসের বৈধতা সহ হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
প্রতি মাসে পাওয়া যাবে 1200 জিবি হাইস্পিড ডেটা
বিএসএনএল তাদের নতুন প্ল্যানে গ্রাহকদের 3600 জিবি ডেটা অফার করছে। অর্থাৎ প্রতি মাসে 1200 জিবি ডেটা পাওয়া যাবে। এই ডেটা 25 এমবিপিএস স্পিডে ব্যবহার করা যাবে। বিএসএনএলের এই প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এতে আপনি বিনামূল্যে কলিংয়ের সুবিধাও পাবেন। মাইক্রোব্লগিং ওয়েবসাইট এক্স-এ এই প্ল্যানের কথা টুইট করে জানিয়েছে বিএসএনএল। ডেটা লিমিট শেষ হয়ে গেলে গ্রাহকরা 4 এমবিপিএস স্পিডে ডেটা ব্যবহার করতে পারবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং সেলফ কেয়ার অ্যাপের মাধ্যমে এই প্ল্যান রিচার্জ করা যাবে।
বিএসএনএল তাদের নতুন প্ল্যানে গ্রাহকদের 3600 জিবি ডেটা অফার করছে। অর্থাৎ প্রতি মাসে 1200 জিবি ডেটা পাওয়া যাবে। এই ডেটা 25 এমবিপিএস স্পিডে ব্যবহার করা যাবে।