Jio, Airtel এর গ্রাহক টানতে ২৪৯ টাকার সস্তা প্ল্যান নিয়ে হাজির BSNL, পাবেন রোজ ২ জিবি ডেটা সহ কলিংয়ের সুবিধা

কয়েকদিন আগে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি করেছে, যা চলতি মাসের ৩...
ANKITA 2 July 2024 2:26 PM IST

কয়েকদিন আগে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি করেছে, যা চলতি মাসের ৩ তারিখ থেকে প্রযোজ্য হবে। তবে সেই পথে হাঁটেনি ভারত সঞ্চার নিগম লিমিটেড, বা বিএসএনএল। পরিবর্তে সরকারি টেলিকম সংস্থাটি এখন একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের প্ল্যান লঞ্চ করেছে, যা দুর্দান্ত কিছু সুবিধা অফার করবে। আসুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিএসএনএল এর ২৪৯ টাকার প্ল্যান

রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধির সময়ে অনেকের কাছেই বিএসএনএলের এই নতুন প্ল্যান চিন্তা কমাবে। কারণ, ২৪৯ টাকার এই রিচার্জ প্যাকের সাথে ৪৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, যা অন্য সংস্থার প্ল্যানের তুলনায় বেশি।

এদিকে বিএসএনএল এর এই প্ল্যান রিচার্জ করলে ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং রোজ ১০০ টি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। আবার, এর সাথে দেওয়া হবে মোট ৯০ জিবি ডেটা।

হঠাৎ করে বিএসএনএল এই নতুন প্ল্যান লঞ্চ করায় অনেকেই মনে করছেন, এই রাষ্ট্র চালিত সংস্থাটি ব্যবহারকারীদের আর্থিক বোঝা কমানোর সাথে সাথে নিজেদের গ্রাহক বাড়ানোর চেষ্টা করছে। তবে যাই হোক, এই প্ল্যানটি বিএসএনএল গ্রাহক ছাড়াও সেই সমস্ত গ্রাহকদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে, যারা তাদের বর্তমান অপারেটর পরিবর্তন করে বিএসএনএল ব্যবহার করতে চান।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বিএসএনএলের মতোই একটি প্ল্যান এয়ারটেলের কাছেও উপস্থিত। যেটি ২৪৯ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি এবং দৈনিক ১ জিবি ডেটা অফার করে।

Show Full Article
Next Story