Bharat Sanchar Nigam Limited: BSNL গ্রাহকদের জন্য সুখবর, লাইভ হল ৩৫ হাজার 4G সাইট

আপনি যদি BSNL (Bharat Sanchar Nigam Limited) এর 4G নেটওয়ার্কের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে সুখবর। সংস্থাটি গতকাল ৩৫,০০০ 4G সাইট লাইভ করেছে বলে নিশ্চিত…

Bsnl Lives 35000 4G Sites 7000 Tower Instalation And Start Trail For 5G Network

আপনি যদি BSNL (Bharat Sanchar Nigam Limited) এর 4G নেটওয়ার্কের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে সুখবর। সংস্থাটি গতকাল ৩৫,০০০ 4G সাইট লাইভ করেছে বলে নিশ্চিত করেছে। এছাড়াও তারা ৭,০০০ এরও বেশি 4G মোবাইল টাওয়ার ইনস্টলের কাজ শেষ করেছে। এই মোবাইল টাওয়ারগুলি ভারতের গ্রাম অঞ্চলে নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কাজ করবে। উল্লেখ্য, কয়েকদিন আগে টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন যে ২০২৫ সালের জুনের মধ্যে ১,০০,০০০ 4G সাইট লাইভ করা হবে।

২০২৫ সালের জুনের মধ্যে BSNL এর ১ লাখ 4G মোবাইল সাইট লাইভ হবে

মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে বিএসএনএল শহরের পাশাপাশি গ্রামেও নেটওয়ার্ক শক্তিশালী করার চেষ্টা করছে। এই সরকারি টেলিকম সংস্থার মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে সস্তায় ইন্টারনেট পৌঁছে দেওয়ার চেষ্টা করবে সরকার। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ১ লক্ষ ৪জি টাওয়ার দিয়ে মোবাইল পরিষেবা আরও উন্নত করা হবে।

বিনামূল্যে ডেটা ও 4G সিম দিচ্ছে BSNL

এই মুহূর্তে বিএসএনএল বিনামূল্যে গ্রাহকদের 4G সিম আপগ্রেড করার সুযোগ দিচ্ছে। নিকটবর্তী বিএসএনএল অফিস থেকে এই সিম পাওয়া যাবে। আর এই সিম সক্রিয় হওয়ার পর 4G বোনাস ডেটা উপভোগ করা যাবে। তাই যারা বিনামূল্যে 4G বোনাস ডেটা পেতে চান, তারা সিম পোর্ট করে বিএসএনএল-এ চলে আসতে পারেন।

5G নেটওয়ার্ক টেস্ট শুরু করেছে BSNL

জানিয়ে রাখি, বিএসএনএল আগামী বছরের মধ্যে 4G নেটওয়ার্ক লঞ্চের লক্ষ্যমাত্রা রেখেছে। এর কয়েক মাসের মধ্যে 5G পরিষেবাও চালু করবে সংস্থা। এরজন্য টেস্টিং শুরু করেছে তালা। বিএসএনএল দিল্লির মিন্টো রোড এবং আইআইটি দিল্লির চাণক্যপুরীতে 5G ট্রায়াল চালাচ্ছে। দীপাবলির আগেই দেশজুড়ে একাধিক 5G ট্রায়াল চালাতে চলেছে BSNL।

টাটা কনসালটেন্সি সার্ভিসেস, তেজস নেটওয়ার্ক, ভিহান নেটওয়ার্ক, ইউনাইটেড টেলিকম, কোরাল টেলিকম, এইচএফসিএল, টাইডাল ওয়েভের মতো দেশীয় টেলিকম সংস্থাগুলির সহায়তায় BSNL 5G নেটওয়ার্ক চালু করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন