Bharat Sanchar Nigam Limited: বেশি ইন্টারনেট ডেটা নাকি দীর্ঘ ভ্যালিডিটি? এই দুই প্ল্যানের মধ্যে বাছুন আপনারটি

রাষ্ট্র চালিত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তাদের গ্রাহকদের দুটি দীর্ঘমেয়াদি প্রিপেইড প্ল্যান...
techgup 5 March 2024 10:07 AM IST

রাষ্ট্র চালিত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তাদের গ্রাহকদের দুটি দীর্ঘমেয়াদি প্রিপেইড প্ল্যান অফার করে। যেগুলির দাম ২,৩৯৯ টাকা এবং ২,৯৯৯ টাকা। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই গ্রাহক বুঝতে পারেন না এই প্ল্যান দুটির মধ্যে কোনটি তার জন্য সেরা। তাই আজ এই প্রতিবেদনে আমরা এই দুটি প্ল্যানের তুলনামূলক আলোচনা করব। যার দ্বারা আপনি বুঝতে পারবেন এই প্রিপেইড প্ল্যান দুটির মধ্যে কোনটি আপনার জন্য সেরা।

BSNL-এর ২৩৯৯ টাকার প্ল্যান

বিএসএনএল এর এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৯৫ দিন বা ১৩ মাস। আর এর সাথে প্রত্যেকদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়। আর অতিরিক্ত সুবিধা হিসেবে ৩০ দিনের জন্য লোকধুন এবং পিআরবিটি সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।

BSNL এর ২,৯৯৯ টাকার প্ল্যান

বিএসএনএলের এই প্ল্যানে প্রত্যেকদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং দৈনিক ১০০টি এসএমএস এবং ৩৬৫ দিন অর্থাৎ ১২ মাসের ভ্যালিডিটি পাওয়া যায়।

BSNL এর ২,৩৯৯ টাকার এবং ২,৯৯৯ টাকার প্ল্যানের তুলনমূলক আলোচনা

আপনি যদি বিএসএনএলের ২,৩৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করেন তাহলে আপনার দৈনিক খরচ হবে ৬.০৭ টাকা এবং ১ জিবি ডেটার জন্য আপনাকে খরচা করতে হবে ৩.০৩ টাকা। আর যদি ২,৯৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করেন তাহলে প্রতিদিন খরচ হবে ৮.২১ টাকা এবং ১ জিবি ডেটার জন্য খরচ হবে ২.৭৩ টাকা। তাই আপনি যদি কম দামে দীর্ঘ মেয়াদী প্ল্যান খুঁজে থাকেন তাহলে ২,৩৯৯ টাকার প্ল্যানটি আপনার জন্য সেরা হতে পারে। আর, যদি একটু বেশি দৈনিক ডেটা পেতে চান তাহলে ২,৯৯৯ টাকার প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত হতে পারে।

Show Full Article
Next Story
Share it