4G ও 5G পরিষেবার হাত ধরে লাভজনক সংস্থায় পরিণত হতে চলেছে BSNL, লাভের অঙ্ক দাঁড়াতে পারে 558 কোটি টাকা
মুনাফায় ফিরবে BSNL। 2027 অর্থবর্ষে সম্ভাবনা রয়েছে বলে জানাল টেলিকম দফতর। নেপথ্যে থাকতে পারে 4G এবং 5G পরিষেবা। লাভের অঙ্ক হতে পারে 558 কোটি টাকা।
টেলিকমিউনিকেশন বিভাগ (DoT)-এর অনুমান, রাষ্ট্রীয় মালিকানাধীন ভারত সঞ্চার নিগম (BSNL) 2027 অর্থবর্ষে 558 কোটি টাকা লাভের মুখ দেখতে পারে। ওই সময়ের মধ্যে দেশে 4G এবং 5G পরিষেবা চালু করবে বিএসএনএল। যার উপর ভর করে মুনাফায় ফিরতে পারে টেলিকম সংস্থাটি। আগামী বছরগুলিতে আয়ের সম্ভাব্য বৃদ্ধি দেখা যেতে পারে বলে অনুমান করেছে টেলিকম দফতর।
2027 অর্থবর্ষে সংস্থার রেভেনিউ 33,553 কোটি টাকা অনুমান করেছে টেলিকম দফতর। 2024 অর্থবর্ষের 19,344 কোটি টাকার থেকে যা 73.5 শতাংশ বেশি। পুরো দমে 4G এবং 5G পরিষেবা শুরু করার উপর মনোনিবেশ করছে সংস্থাটি। এদিন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সাথে DoT দ্বারা ভাগ করা তথ্য অনুযায়ী, সরকার তার রাজত্ব বাড়ানোর জন্য BSNL- এর পরিকাঠামো আধুনিকীকরণ করার দিকে নজর দিচ্ছে।
2024 অর্থবর্ষে বিএসএনএল তাদের নেট লোকসান কমিয়ে 5,367 কোটি টাকায় নিয়ে এসেছে। 2023 সালে যা ছিল 8,161 কোটি টাকা। সংশ্লিষ্ট সংসদ কমিটির সঙ্গে তথ্য ভাগ করেছে টেলিকম দফতর। সরকারের অনুমান, 2025 এবং 2026 অর্থবর্ষে সংস্থার লোকসান হতে পারে, 5,064 কোটি টাকা এবং 3,154 কোটি টাকা।
উক্ত দুই অর্থবর্ষে সংস্থার রাজস্ব লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, যথাক্রমে : 24,428 কোটি টাকা এবং 28,476 কোটি টাকা। উল্লেখ্য, 3 লক্ষ 20 হাজার কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজের অংশ হিসাবে সরকার কর্তৃক আর্থিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিন টেলিকম দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএনএল-এর নেটওয়ার্কে প্রথমবারের মতো দেশীয় 4G সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। যে কারণে বাস্তবে বেসরকারি সংস্থাগুলির সমতুল্য বৈশিষ্ট্যের সঙ্গে প্রতিযোগিতা করা এবং স্থিতিশীলতা ও কার্যকারিতা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ।
মুনাফায় ফিরবে BSNL। 2027 অর্থবর্ষে সম্ভাবনা রয়েছে বলে জানাল টেলিকম দফতর। নেপথ্যে থাকতে পারে 4G এবং 5G পরিষেবা। লাভের অঙ্ক হতে পারে 558 কোটি টাকা।