Jio, Airtel কে টেক্কা দিতে দেশজুড়ে 5G পরিষেবা চালুর প্রস্তুতি BSNL ও MTNL এর

BSNL-এর পর এবার MTNL গ্রাহকরাও শীঘ্রই সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন পেতে চলেছেন। এই মুহূর্তে BSNL তাদের মোবাইল...
Julai Modal 14 Sept 2024 11:33 AM IST

BSNL-এর পর এবার MTNL গ্রাহকরাও শীঘ্রই সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন পেতে চলেছেন। এই মুহূর্তে BSNL তাদের মোবাইল টাওয়ারগুলিকে আপগ্রেড করেছে। আর দিল্লি এবং মুম্বাইতে স্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা MTNL-ও শীঘ্রই 4G পরিষেবা প্রদান করতে চলেছে৷

এর পরপরই তারা 5G পরিষেবা চালু করবে। এজন্য টেলিকমিউনিকেশন বিভাগ অর্থাৎ C-DoT ও MTNL পরীক্ষাও শুরু করে দিয়েছে। সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে MTNL-এর 5G পরিষেবা পরীক্ষার একটি স্ক্রিনশট শেয়ার করে বিষয়টি প্রকাশ্যে এনেছে। সংস্থাটি তাদের পোস্টে এও বলেছে যে, সম্পূর্ণরূপে ভারতে তৈরি সরঞ্জাম ব্যবহার করে এই 5G পরিষেবা দেওয়া হবে।

কিছুদিন আগে C-DoT তাদের ক্যাম্পাসে BSNL-এর 5G পরিষেবা পরীক্ষা করেছিল। আর সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া BSNL-এর 5G নেটওয়ার্কের মাধ্যমে একটি ভিডিও কল করে দেখিয়েছিল। এছাড়া তিনি একটি এক্স পোস্টে BSNL-এর 5G নেটওয়ার্ক পরীক্ষা করার বিষয়টি জানিয়ে BSNL-কে ট্যাগও করেন।

জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকার বিএসএনএল-এর 5G পরিষেবা শুরু করার জন্য ৭০০ মেগাহার্টজ ২২০০ মেগাহার্টজ, ৩৩০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড বরাদ্দ করেছে। তবে বর্তমানে কেবল ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ডে 5G পরিষেবার ট্রায়াল শুরু হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ইতিমধ্যেই বিএসএনএল সারা দেশে 4G পরিষেবার জন্য ১০০,০০০ মোবাইল টাওয়ার ইনস্টল করার পরিকল্পনা করেছে। আর এই মাসের শেষের দিকে ৭৫,০০০ টাওয়ার ইনস্টল করা হবে বলেও আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story