মাসে মাত্র 214 টাকা খরচে রোজ 3 জিবি 4G ডেটা, BSNL এর এই রিচার্জ প্ল্যানের ধারেকাছে নেই কেউ‌

সম্প্রতি Jio, Airtel ও Vodafone Idea তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোয় অনেকেই সস্তা প্ল্যানের খোঁজে BSNL এর কানেকশন গ্রহণ করছে। সরকার চালিত টেলিকম অপারেটরটিও এই…

bsnl new 84 days plan offers 3gb daily 4g data for just rs 214 monthly

সম্প্রতি Jio, Airtel ও Vodafone Idea তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোয় অনেকেই সস্তা প্ল্যানের খোঁজে BSNL এর কানেকশন গ্রহণ করছে। সরকার চালিত টেলিকম অপারেটরটিও এই সুযোগ লুফে নিয়ে দ্রুত 4G নেটওয়ার্ক রোল আউটের কাজে ব্যস্ত। পাশাপাশি BSNL সোশ্যাল মিডিয়ায় তাদের সস্তা প্ল্যানগুলির বিজ্ঞাপনও দিচ্ছে। সম্প্রতি তারা মাসিক 214 টাকা খরচের একটি স্পেশাল প্ল্যানের বিষয়ে জানিয়েছে।

আজ্ঞে হ্যাঁ! BSNL গতকাল এক্স প্ল্যাটফর্মে মাসে 214 টাকা খরচের একটি প্ল্যানের বেনিফিট শেয়ার করেছে। সংস্থাটি বলেছে এখানে রোজ 3 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়। আর এই প্ল্যানের মূল্য 599 টাকা। এর ভ্যালিডিটি 84 দিন।

আরও পড়ুন : Jio Anniversary Offer: রিচার্জ প্ল্যানে 700 টাকা লাভ, জিও গ্রাহকদের জন্য এল অ্যানিভারসারি অফার

BSNL এর 84 দিন ভ্যালিডিটির 599 টাকার প্ল্যান

বিএসএনএল এর 599 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এখানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 টি এসএমএস পাওয়া যাবে। যারা দিনে বেশি ডেটা ব্যবহার করেন সেইসব গ্রাহকদের জন্য এই প্ল্যান আদর্শ কারণ এখানে 84 দিনের জন্য প্রতিদিন 3 জিবি উচ্চ-গতির ডেটা দেওয়া হয়।

অর্থাৎ এখানে মোট 252 জিবি ডেটা উপভোগ করা যায়। অন্যদিকে দিক থেকে ভাবলে, প্রতি মাসে মাত্র 214 টাকা খরচে রোজ 3 জিবি ডেটা জিও, এয়ারটেলের মতো সংস্থা দেয় না।

আরও পড়ুন : চাপে পড়বে চাইনিজ কোম্পানিরা, তুখোড় স্মার্টফোন আনছে নোকিয়ার দেশের সংস্থা

এদিকে, দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী, বিএসএনএলের অন্ধ্রপ্রদেশের জেনারেল ম্যানেজার এল শ্রীনু সম্প্রতি জানিয়েছেন যে বিএসএনএল 2025 সালে মকর সংক্রান্তিতে 5G পরিষেবা চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি বর্তমানে দ্রুত 5G রোলআউট করতে টাওয়ার এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সহ অবকাঠামো উন্নত করতে কাজ করছে। এখন দেখার সংস্থাটি কত দ্রুত 4G পরিষেবা চালু করতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন