BSNL এর এই 84 দিনের রিচার্জ প্ল্যানের সামনে Jio, Airtel সবাই পিছিয়ে, পাবেন কলিং সহ 252 জিবি ইন্টারনেট
কিছুদিন আগে সংস্থাটি একটি সস্তা প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যেখানে গ্রাহকরা 84 দিনের বৈধতা ভ্যালিডিটি পাবেন। BSNL-এর এই প্ল্যানের দাম পড়বে 599 টাকা।
BSNL ক্রমাগত তাদের 4G নেটওয়ার্ক বিস্তৃত করছে। নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সস্তা প্ল্যানের কারণে বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল এবং জিওকে কড়া টক্কর দিচ্ছে এই সরকারি টেলিকম সংস্থাটি। BSNL সম্প্রতি সারা দেশে 50,000 এরও বেশি 4G মোবাইল টাওয়ার বসিয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বহুবার বলেছেন যে আগামী বছরের জুনের মধ্যে বিএসএনএল সারা দেশে এক লক্ষ 4G / 5G মোবাইল টাওয়ার বসাবে। এমন পরিস্থিতিতে আগামী বছর থেকে গ্রাহকরা উন্নত কানেক্টিভিটি পাবে বলে আশা করা যায়।
84 দিনের রিচার্জ প্ল্যান
নেটওয়ার্ক সম্প্রসারণ ছাড়াও বিএসএনএল নতুন নতুন রিচার্জ প্ল্যান আনছে। কিছুদিন আগে সংস্থাটি একটি সস্তা প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যেখানে গ্রাহকরা 84 দিনের বৈধতা ভ্যালিডিটি পাবেন। BSNL-এর এই প্ল্যানের দাম পড়বে 599 টাকা। এই প্রিপেইড প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলির কথা বললে, গ্রাহকরা পুরো 84 দিনের জন্য যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং করতে পারবেন। এছাড়াও দিল্লি ও মুম্বই সহ গোটা দেশে বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও রয়েছে।
এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 3 জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা এবং 100 টি ফ্রি এসএমএস দেওয়া হবে। অর্থাৎ পুরো ভ্যালিডিটি জুড়ে গ্রাহকরি মোট 252 জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটার সুবিধা পাবেন। এই প্রিপেইড প্ল্যানের সাথে কোম্পানি অনেক ভ্যালু অ্যাডেড সার্ভিসও অফার করছে। বিএসএনএল ব্যবহারকারীরা সেলফ কেয়ার অ্যাপ থেকে প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।
Unleash Unlimited Fun for 84 Days!With ₹599, enjoy 252GB data and access to non-stop entertainment—games, music, videos, and so much more.#RechargeNow #STV599 #BSNLIndia #BSNL #UnlimitedFun #ConnectingBharat #X #switchtobsnl pic.twitter.com/56SvmuEQck
— BSNL India (@BSNLCorporate) December 7, 2024
BSNL এর উইন্টার বোনানজা অফার
এদিকে বিএসএনএল সম্প্রতি উইন্টার বোনানজা অফারের ঘোষণা করেছে। ভারত ফাইবার ব্রডব্যান্ড ব্যবহারকারীরা এই অফারের সুবিধা নিতে পারবেন। এই অফারে ব্যবহারকারীদের 1,999 টাকায় 6 মাসের জন্য আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়া হবে। ভারত ফাইবার ব্রডব্যান্ড ব্যবহারকারীরা ফেয়ার ইউসেজ পলিসির আওতায় প্রতি মাসে 1300 জিবি হাই-স্পিড ডেটা পাবে। এর পরে ইন্টারনেট স্পিড কমে দাঁড়াবে 4 এমবিপিএস।
কিছুদিন আগে সংস্থাটি একটি সস্তা প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, যেখানে গ্রাহকরা 84 দিনের বৈধতা ভ্যালিডিটি পাবেন। BSNL-এর এই প্ল্যানের দাম পড়বে 599 টাকা।