BSNL আনল নতুন রিচার্জ প্ল্যান, সস্তায় ৮২ দিন ধরে রোজ ১.৫ জিবি ডেটা সহ আনলিমিটেড কল

গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সাশ্রয়ী মূল্যে বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করা শুরু করেছে BSNL, যা চিন্তায় ফেলে দিয়েছে Airtel এবং Jio-কে। পাশাপাশি সরকারি এই টেলিকম…

Bsnl New Prepaid Recharge Plan Rs 485 Get 1 5Gb Perday Data

গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সাশ্রয়ী মূল্যে বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করা শুরু করেছে BSNL, যা চিন্তায় ফেলে দিয়েছে Airtel এবং Jio-কে। পাশাপাশি সরকারি এই টেলিকম সংস্থাটি 4G ও 5G পরিষেবা চালু করতে প্রস্তুতি নিচ্ছে। আর এই জন্য অনেকেই ইদানিং এই রাষ্ট্রীয় সংস্থাটির উপর বিশেষ আগ্রহ দেখাচ্ছে। যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলতে থাকে, তাহলে আশা করা যায় দেশের সকল ব্যবহারকারীরা আগামী বছরের প্রথমার্ধেই BSNL 4G পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে আজকের প্রতিবেদনে এই সকল কথা নয়, আজ আমরা BSNL এর একটি নতুন প্রিপেড প্ল্যান সম্পর্কে আলোচনা করব। যার ভ্যালিডিটি ৮২ দিন। আপনি যদি একজন BSNL গ্রাহক হন অথবা এই নেটওয়ার্কে সুইচ করতে চান তাহলে এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিশদে জেনে নিন।

BSNL-এর ৪৮৫ টাকার নতুন রিচার্জ প্ল্যান

BSNL-এর এই রিচার্জ প্ল্যানটির দাম ৪৮৫ টাকা। আর এর সাথে ব্যবহারকারীরা ৮২ দিনের ভ্যালিডিটি, প্রত্যেক দিন ১.৫ জিবি ডেটা, দৈনিক ১০০ টি এসএমএস এবং দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও, এই প্ল্যানের সাথে বিনামূল্যে জাতীয় রোমিং পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানিয়ে রাখি, গ্রাহকরা এখন BSNL-এর সেলফ কেয়ার অ্যাপ-এর মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। আর এর জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে গ্রাহকদের মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে লগইন করতে হবে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, BSNL এবং MTNL উভয়েই 5G নেটওয়ার্ক পরীক্ষা করা শুরু করে দিয়েছে, যা সম্পূর্ণভাবে মেড-ইন-ইন্ডিয়া নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবহার করে তৈরি করা হয়েছে। আর টেলিকমিউনিকেশন বিভাগ এই পরীক্ষাগুলি পরিচালনা করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বিষয়টি প্রকাশ্যেও এনেছেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন