রোজ 3 জিবি ইন্টারনেট ডেটা, 84 দিনের এই দুই মোবাইল রিচার্জ প্ল্যানে পাবেন আনলিমিটেড কলিং সহ অনেক সুবিধা

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তাদের গ্রাহকদের দুর্দান্ত দুটি প্রিপেড প্ল্যান অফার করে, যেগুলি ৮৪ দিনের ভ্যালিডিটি...
techgup 23 Feb 2024 8:36 PM IST

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL তাদের গ্রাহকদের দুর্দান্ত দুটি প্রিপেড প্ল্যান অফার করে, যেগুলি ৮৪ দিনের ভ্যালিডিটি প্রদান করে। তাই যে সকল গ্রাহকেরা এক বছরের প্রিপেড প্ল্যান রিচার্জ করতে চান না, আবার বেশ কিছুদিন রিচার্জের ঝামেলা থেকে মুক্ত থাকতে চান, তারা এই প্ল্যানদুটির একটি রিচার্জ করতে পারেন।

BSNL এর ৫৯৯ টাকার প্ল্যান

বিএসএনএলের এই ৫৯৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি এসএমএস এবং প্রতিদিন ৩ জিবি দৈনিক ডেটা অফার করা হয়। আর দৈনিক ডেটা সীমা অতিক্রম করলে ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে। এছাড়াও, ব্যবহারকারীরা অ্যাস্ট্রোসেল, গেমঅন পরিষেবা, জিঙ্ক এবং পিআরবিটি-এর মতো অতিরিক্ত সুবিধাগুলিও পেয়ে যাবেন। উল্লেখ্য, এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।

BSNL এর ৭৬৯ টাকার প্ল্যান

বিএসএনএল-এর ৭৬৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে প্রত্যেকদিন ২ জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়। এছাড়াও, এর সাথে বিএসএনএল টিউনস, হার্ডি মোবাইল গেম সার্ভিস, চ্যালেঞ্জ অ্যারেনা মোবাইল গেমিং, লিস্ট মিউজিক সার্ভিস, লোকধুন এবং জিঙ্ক সহ আরো বেশ কিছু গেমিং সার্ভিস উপভোগ করা যায়।

উল্লেখ্য, Jio এবং Airtel এর মতো BSNL এখনো 5G এবং 4G পরিষেবা অফার করে না। তবে, BSNL জানিয়েছে খুব শীঘ্রই তারা ব্যবহারকারীদের 4G নেটওয়ার্ক প্রদান করবে।

Show Full Article
Next Story