BSNL 4G SIM এখন ১০ মিনিটে বাড়িতে পাবেন ডেলিভারি, কীভাবে অর্ডার করবেন দেখে নিন

এবার BSNL 4G SIM অর্ডার করলে সরাসরি বাড়িতে ডেলিভারি পাবেন। সরকার মালিকানাধীন টেলিকম অপারেটরটি দ্রুত ডেলিভারি প্রদানকারী...
Puja Mondal 10 Oct 2024 10:32 AM IST (Updated: 10 Oct 2024 10:46 AM IST)

এবার BSNL 4G SIM অর্ডার করলে সরাসরি বাড়িতে ডেলিভারি পাবেন। সরকার মালিকানাধীন টেলিকম অপারেটরটি দ্রুত ডেলিভারি প্রদানকারী সংস্থা Prune এর সাথে হাত মিলিয়েছে। এরফলে BSNL এর নতুন সিম কিনতে আর স্টোরে যেতে হবে না। মূলত জিও ও এয়ারটেলের মত বেসরকারি টেলিকম সংস্থা তাদের প্ল্যানের দাম বাড়ানোয় যেসব গ্রাহক ক্ষুব্ধ তাদের আকৃষ্ট করতে চাইছে এক সময়ের জনপ্রিয় টেলিকম অপারেটরটি।

Jio ও Airtel কে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে কি কি পদক্ষেপ নিচ্ছে BSNL

* বিএসএনএল শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে জিও ও এয়ারটেলকে টেক্কা দিতে চাইছে।

* অন্যান্য টেলিকম সংস্থারা রিচার্জ প্ল্যানের দাম বাড়ালেও‌ বিএসএনএল বরং উল্টো পথে হেঁটে কম দামি প্ল্যান আনছে।

* বিএসএনএল দেশজুড়ে ১ লক্ষ 4G টাওয়ার বসানোর কাজ দ্রুত শেষ করতে চাইছে এবং কিছুমাস পরে এগুলিকে আপগ্রেড করে 5G পরিষেবা দেওয়া হবে।

* গ্রাহকদের সমস্যা শুনতে এবং দ্রুত সমাধান করতে ডেডিকেটেড টিম তৈরি করেছে বিএসএনএল।

BSNL সিম বাড়িতে বসেই অর্ডার করুন এবং পান দ্রুত ডেলিভারি

উপরে উল্লেখিত সমস্ত পদক্ষেপের পাশাপাশি এখন সংস্থাটি গ্রাহকদের বাড়ি বসেই বিএসএনএল সিম অর্ডার করার সুবিধা দিচ্ছে। এতদিন থার্ড পার্টি কিছু সংস্থা এই কাজ করতো। তবে এখন সংস্থাটি ১০ মিনিটে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া ডেলিভারি পার্টনার Prune এর সাথে চুক্তি করেছে। ফলে নতুন ও পুরানো গ্রাহকরা স্টোরে না গিয়েই বাড়ি বসে বিএসএনএল সিম অর্ডার করতে পারবেন এবং ১০ মিনিটে ডেলিভারি (জায়গা বিশেষ) পেয়ে যাবেন।

BSNL 4G SIM অনলাইনে কীভাবে অর্ডার করবেন‌ এবং বাড়িতে ডেলিভারি পাবেন

১. আপনার বাড়িতে BSNL SIM ডেলিভারি পেতে সর্বপ্রথম মোবাইল বা পিসি থেকে https://prune.co.in/ ওয়েবসাইটে ভিজিট করুন।

২. এবার ওয়েবসাইটের মেনু থেকে Buy Sim Card অপশন বেছে নিন।

৩. এরপর আপনার দেশ ভারত এবং নেটওয়ার্ক অপারেটর BSNL বেছে নিন।

৪. তারপর আপনার ফার্স্ট রিচার্জ প্ল্যান (FRC) বেছে নিন এবং ডেলিভারি অ্যাড্রেস লিখুন।

৫. এখন আপনার ফোনে একটি ওটিপি আসবে সেটি এন্টার করুন।

৬. এরপর ১০ মিনিটের মধ্যে BSNL 4G SIM আপনার বাড়ি ডেলিভারি করা হবে।

Updated On: 10 Oct 2024 10:46 AM IST
Show Full Article
Next Story