BSNL এর 107 টাকা নাকি 153 টাকার প্ল্যানে‌ বেশি লাভ, দেখুন সুবিধাগুলি

Jio, Airtel এবং Vodafone Idea-র মতো প্রধান টেলিকম অপারেটরগুলি কিছুদিন আগে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। যার...
techgup 31 Aug 2024 10:59 PM IST

Jio, Airtel এবং Vodafone Idea-র মতো প্রধান টেলিকম অপারেটরগুলি কিছুদিন আগে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। যার ফলে স্বাভাবিক ভাবেই রুষ্ট হয়েছেন গ্রাহকরা। আর এই সুযোগকে কাজে লাগিয়েই BSNL সবচেয়ে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান অফার করে গ্রাহককে আকৃষ্ট করার চেষ্টা করছে। এছাড়াও, এতদিন BSNL কেবল 2G এবং 3G পরিষেবা অফার করতো, তবে এবার এই টেলকোটি সারাদেশে 4G পরিষেবা অফার করতে চলেছে। তাই আপনি যদি একজন BSNL ব্যবহারকারী হন অথবা অন্য কোনো টেলিকম সংস্থা থেকে BSNL-এ আসতে চান, তাহলে নিশ্চিন্ত BSNL-এর 107 টাকা বা 153 টাকার সাশ্রয়ী মূল্যের প্ল্যান দুটি বেছে নিতে পারেন।

যদিও, এই প্ল্যান দুটির মধ্যে মাত্র 46 টাকার পার্থক্য আছে, তবে এদের সুবিধাগুলি ভিন্ন। এই প্রতিবেদনে আমরা BSNL-এর এই দুটি সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের তুলনামূলক আলোচনা করব, যাতে আপনি এর মধ্যে কোনটি আপনার উপযুক্ত সেটি বুঝতে পারেন।

BSNL- 107 টাকার রিচার্জ প্ল্যান

BSNL-এর এই প্ল্যানের বৈধতা 35 দিন। এখানে আনলিমিটেড কলের পরিবর্তে গ্রাহকরা কল করার জন্য 200 মিনিট পেয়ে থাকেন, যা তারা যেকোনো নেটওয়ার্কে কল করার জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া, এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 3 জিবি 4G ডেটাও অফার করা হয়।

আরও পড়ুন: BSNL-এ মোবাইল নম্বর পোর্ট করার আগে চেক করুন আপনার এলাকায় নেটওয়ার্ক আছে কিনা

BSNL-এর 153 টাকার রিচার্জ প্ল্যান

BSNL-এর এই প্ল্যানটি সেই সকল ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যারা অনেকটা পরিমাণে ডেটা ব্যবহার করতে চান। এখানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। সেই সঙ্গে আবার মোট 26 জিবি 4G ডেটাও দেওয়া হয়। তবে মনে রাখতে হবে 26 জিবি ডেটা সীমা অতিক্রম করার পর ইন্টারনেট স্পিড কমে 40 কেবিপিএস হয়ে যাবে।

আরও পড়ুন: অনেক সস্তায় 336 দিনের রিচার্জ প্ল্যান আনল BSNL

এছাড়াও, এই প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে কমপ্লিমেন্টারি হার্ডি গেমস, চ্যালেঞ্জার এরিনা গেমস, গেমন, অ্যাস্ট্রোটেল, গেমিয়াম, জিং মিউজিক, ওয়াও এন্টারটেইনমেন্ট, বিএসএনএল টিউনস এবং লিস্টন পডকাস্ট-এর মতো সুবিধাগুলিও পাওয়া যাবে।

107 এবং 153 টাকার রিচার্জ প্ল্যান-এর মধ্যে কোনটি সেরা?

তুলনামূলক বিচার করলে দেখা যাবে যে, আপনার যদি সীমিত ডেটা এবং সীমিত কলিং সুবিধার সাথে অনেক দিনের ভ্যালিডিটি চান তাহলে 107 টাকার রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারেন। তবে, আপনি যদি বেশ কয়েকটি ওটিটি সুবিধা, বেশি ডেটা এবং আনলিমিটেড কলিং-এর সুবিধা চান তাহলে আপনি 153 টাকার রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন।

Show Full Article
Next Story