BSNL এর সস্তা এই প্ল্যানের কাছে পাত্তা পাবে না Jio, Airtel, Vi, আনলিমিটেড কল সহ ৩ জিবি ডেটা

টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের জন্য একাধিক দুর্দান্ত প্ল্যান অফার করে। আর সংস্থার প্ল্যানগুলির দামও কম। BSNL-এর এমনই...
techgup 22 May 2023 12:49 PM IST

টেলিকম সংস্থা BSNL তাদের গ্রাহকদের জন্য একাধিক দুর্দান্ত প্ল্যান অফার করে। আর সংস্থার প্ল্যানগুলির দামও কম। BSNL-এর এমনই একটি প্রিপেড প্ল্যান হল ২৯৯ টাকার কম্বো প্যাক। সংস্থার এই প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য সেরা, যাদের প্রতিদিন অনেক বেশি ডেটা প্রয়োজন। দৈনিক ডেটা এবং বৈধতার দিক থেকে এই প্ল্যানটি Jio, Vodafone Idea (Vi) এবং Airtel কে পিছনে ফেলবে।

BSNL এর এই প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা পাওয়া যায়। সেই হিসেবে, ৩০ দিনের মেয়াদের এই প্ল্যানে মোট ৯০ জিবি ডেটা মিলবে। অর্থাৎ প্রতি জিবি ডেটার দাম পড়বে ৩.৩২ টাকা। এই প্ল্যানে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএসের পাশাপাশি আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

Jio-র ২৯৯ টাকার প্ল্যানে ৫৬ জিবি ডেটা

জিও এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে আপনি প্রতিদিন ২ জিবি ডেটা হিসেবে মোট ৫৬ জিবি ডেটা পাবেন। সাথে পাওয়া যায় ১০০টি ফ্রি এসএমএস সহ আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এই প্ল্যানে জিও টিভি এবং জিও সিনেমার মতো অ্যাপ্লিকেশনগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাওয়া যায়

Airtel এর ২৯৯ টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে আপনি ইন্টারনেট চালানোর জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন। ২৮ দিনের মেয়াদের এই প্ল্যানে আপনি আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কল এবং দৈনিক ১০০ টি ফ্রি এসএমএস পাবেন। সাথে উইঙ্ক মিউজিকের বিনামূল্যে সাবস্ক্রিপশনও দিচ্ছে সংস্থাটি।

Vodafone Idea এর ২৯৯ টাকার প্ল্যান

ভোডাফোন-আইডিয়ার এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়। আবার সংস্থাটি ৩ দিনের জন্য বিনামূল্যে ৫ জিবি অতিরিক্ত ডেটাও দিচ্ছে। ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০ টি ফ্রি এসএমএসও পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটসের মতো অতিরিক্ত সুবিধা রয়েছে।

Show Full Article
Next Story