ভোডাফোন আইডিয়ার পর এবার 5G আনছে BSNL, সস্তায় মিলবে হাই-স্পিড ইন্টারনেট
সদ্য ১৭টি টেলিকম সার্কেলে 5G পরিষেবা চালু করেছে ভোডাফোন আইডিয়া। এবার উচ্চ গতির ইন্টারনেট দিতে চলেছে BSNL। যা ভারতে 5G পরিষেবা প্রদানকারী চতুর্থ টেলিকম অপারেটর করে তুলবে কোম্পানিকে।
5G নেটওয়ার্ক চালু করতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে BSNL। ইতিমধ্যে দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে 4G নেটওয়ার্ক পরিকাঠামো। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, BSNL এর নেটওয়ার্ক আপগ্রেড করার জন্য নতুন লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে, দেশজুড়ে 1 লক্ষ 4G মোবাইল টাওয়ার বসানোর কাজে মনোনিবেশ করছে কোম্পানি। এই টাওয়ার দ্রুত 4G থেকে 5G- তে স্থানান্তর করা হবে বলে দাবি করেছে BSNL।
কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, আগামী বছর এপ্রিল এবং মে’র মধ্যে 4G মোবাইল টাওয়ার রোল আউট সম্পন্ন হবে। তারপর শুরু হবে 5G পরিষেবার জন্য অবকাঠামোগত উন্নয়ন। এই মুহূর্তে, নির্দিষ্ট কয়েকটি সার্কেলে 5G পরিষেবার পরীক্ষা চালাচ্ছে BSNL। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, সরকারের কাছে দুটি পথ রয়েছে : বিএসএনএল-এর 4জি পরিষেবা আপগ্রেড করার জন্য বিদেশি সরঞ্জাম ব্যবহার করা অথবা দেশীয় উপায়ে পরিকাঠামো গড়ে তোলা।
তবে ভারতীয় কোম্পানিগুলির সমর্থনে দেশীয় বিকল্পগুলি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে BSNL। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী আরও জানিয়েছেন যে, BSNL সফলভাবে C-DoT-এর সাথে অংশীদারিত্বে একটি মূল 4G সিস্টেম তৈরি করে ফেলেছে। তেজস নেটওয়ার্কের RAN এবং Q BTS-এর মতো উদ্ভাবন নিয়েও কাজ করছে কোম্পানিটি। উল্লেখযোগ্য বিষয় হল, BSNL-এর 4G এবং 5G টাওয়ারগুলিতে ব্যবহৃত সমস্ত সরঞ্জাম ভারতে তৈরি। নেটওয়ার্ককে শক্তিশালী করতে টেলিকম সরঞ্জামগুলির অভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহিত করছে সরকার।
সম্প্রতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024-এ, 5G পরিষেবা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে BSNL। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, ভারতে শীঘ্রই ডেডিকেটেড টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন স্থাপন করা হবে। কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে "মেড ইন ইন্ডিয়া" অভিযানকে সমর্থন করছে। যার ফলে দেশ থেকে স্মার্টফোন রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সদ্য ১৭টি টেলিকম সার্কেলে 5G পরিষেবা চালু করেছে ভোডাফোন আইডিয়া। এবার উচ্চ গতির ইন্টারনেট দিতে চলেছে BSNL। যা ভারতে 5G পরিষেবা প্রদানকারী চতুর্থ টেলিকম অপারেটর করে তুলবে কোম্পানিকে।