২০২৪ সেরা বছর BSNL-র, 4G শুরুর পাশাপাশি জুড়েছে ৫৫ লাখ নতুন গ্রাহক

এই বছরটা অন্যান্য বছরের ভালোই কাটিয়েছে BSNL। কেন্দ্রীয় সরকার মালিকাধীন এই সংস্থায় এ বছর নতুন ৫৫ লাখ গ্রাহক যুক্ত হয়েছে। পাশাপাশি ৪জি পরিষেবাও শুরু করেছে BSNL।

Suvrodeep Chakraborty 15 Dec 2024 10:49 PM IST

এই বছর টেলিকম বাজারে সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কারণ জুলাইয়ে Jio, Airtel এবং VI তাদের মোবাইল রিচার্জের খরচ ১৫ শতাংশ হারে বৃদ্ধি করেছে। ফলে প্রচুর গ্রাহক BSNL- এ স্যুইচ করতে বাধ্য হয়েছেন। এছাড়া বেশ কিছু নতুন পরিষেবাও নিয়ে এসেছে সংস্থা। যার ফলে ৫৫ লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছে সংস্থার সঙ্গে।

BSNL এর 4G বিস্তার

এই বছর সংস্থার অন্যতম সাফল্য হল ৪জি নেটওয়ার্ক প্রসারণ। সংস্থার লক্ষ্য, ২০২৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে দেশজুড়ে ১ লাখ ৪জি টাওয়ার ইন্সটল করা। এখনও পর্যন্ত ভারতে সফলভাবে ৬২,২০১টি টাওয়ার স্থাপন করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড।

৫জি প্রযুক্তি নিয়ে পরীক্ষা

৪জি চালু করার পাশাপাশি ৫জি নিয়েও পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে বিএসএনএল। সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যে তাদের নেটওয়ার্ক ২০২৫ সালে প্রস্তুত হবে। শীঘ্রই দ্রুত প্রযুক্তির সংযোগ প্রদান করার জন্য ৫জি পরিষেবার পরীক্ষা আরম্ভ করেছে বিএসএনএল।

প্রত্যন্ত অঞ্চলে বিএসএনএল

স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সংযোগ চালু করা লক্ষ্য সংস্থার। এর জন্য সম্প্রতি ডিরেক্ট-টু-ডিভাইস পরিষেবা এনেছে বিএসএনএল। এটি শীঘ্রই দেশে চালু হবে বলে দাবি করেছে টেলিকম সংস্থাটি।

টিভি পরিষেবা ও স্প্যাম থেকে রক্ষা

বিএসএনএল সম্প্রতি IFTV (ইন্টারনেট-ভিত্তিক ফাইবার টিভি) নামে একটি নতুন পরিষেবা পরীক্ষা করছে। এখানের গ্রাহকরা তাদের ডেটা ব্যবহার না করেই লাইভ টিভি উপভোগ করতে পারবেন। খরচ কম হবে বলে আশ্বাস সংস্থার।

অন্যদিকে, এই বছর অবাঞ্ছিত কল এবং মেসেজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যা রুখতে BSNL একটি নতুন সিস্টেম প্রয়োগ করেছে গ্রাহকদের সুবিধার্থে। ব্যবহারকারীদের স্প্যাম থেকে রক্ষা করতে উন্নত প্রযুক্তি নিয়ে এসেছে সংস্থা। এই উদ্যোগটির লক্ষ্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও নিরাপদ এবং উপভোগ্য করে তোলা।

Show Full Article
Next Story