৩০ দিন আনলিমিটেড ডেটা, ভারত সেরা এই BSNL রিচার্জ প্ল্যান এখন রিচার্জ করলে কি বেনিফিট পাবেন?

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL হলো একমাত্র রাষ্ট্র চালিত টেলিকম অপারেটর। অন্যান্য টেলিকম কোম্পানিগুলির থেকে এই সংস্থাটি অনেকটা পিছিয়ে পড়লেও, প্রতিযোগিতার দৌড়ে তারা গুটি…

ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL হলো একমাত্র রাষ্ট্র চালিত টেলিকম অপারেটর। অন্যান্য টেলিকম কোম্পানিগুলির থেকে এই সংস্থাটি অনেকটা পিছিয়ে পড়লেও, প্রতিযোগিতার দৌড়ে তারা গুটি গুটি পায়ে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই পাঞ্জাবে 4G পরিষেবা লঞ্চ করেছে BSNL, শীঘ্রই যা সারা দেশে ছড়িয়ে পড়বে। তবে খুশির খবরের পাশাপাশি গ্রাহকদের জন্য একটি দুঃসংবাদও রয়েছে। আসলে সরকারি টেলিকম সংস্থাটি সম্প্রতি তদের সবচেয়ে জনপ্রিয় একটি প্রিপেড প্ল্যানে পরিবর্তন এনেছে, যারপর গ্রাহকরা কম সুবিধা পাবে।

BSNL এর ৩৯৮ টাকার প্ল্যান

বিএসএনএল-এর এই ৩৯৮ টাকার প্রিপেড প্ল্যানটি কিছু সময় পূর্বেও সংস্থার অনন্য প্রিপেড প্ল্যান ছিল। তবে কোম্পানি এই প্ল্যানে কিছু পরিবর্তন আনার পর এটি তার জৌলুস হারিয়ে ফেলে।

একসময় বিএসএনএল ভারতীয় বাজারের একমাত্র টেলিকম অপারেটর ছিল, যারা আনলিমিটেড ডেটা বিশিষ্ট প্রিপেড প্ল্যান অফার করছিল। আর এর বৈধতা ছিল ৩০ দিন। অর্থাৎ এই ৩০ দিনে গ্রাহকেরা কতটা ডেটা ব্যবহার করছে সে নিয়ে তাদের কোনো চিন্তা করতে হবে না। কিন্তু বর্তমানে এই প্ল্যানটিতে বিশেষ কিছু বদল করা হয়েছে।

BSNL এখন ৩৯৮ টাকার প্ল্যানে ১২০ জিবি ডেটা অফার করে। আর এটি গ্রাহকদের প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি এসএমএস-এর সুবিধা দেয়। কিন্তু এর সাথে কোনো অতিরিক্ত বেনিফিট মেলে না। যদিও প্ল্যানটিতে পরিবর্তন করার পর এর জনপ্রিয়তা কিছুটা হলেও কমে গেছে। তবে আশা করা যায়, সমগ্র বিশ্বে BSNL 4G পরিষেবা ছড়িয়ে পড়লে এই প্ল্যানটি আবার গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন