SIM ছাড়া হবে ফোন, BSNL স্যাটেলাইট-টু-ডিভাইস পরিষেবা কারা কীভাবে পাবেন?

ডিরেক্ট-টু-ডিভাইস স্যাটেলাইট পরিষেবার জন্য অক্টোবর থেকে ট্রায়াল শুরু করে বিএসএনএল। সংস্থার দাবি, সারা দেশে গ্রাহকদের জন্য উপলব্ধ হবে এই পরিষেবা। কিন্তু কারা ও কীভাবে পাবেন? জানুন বিশদে।

Suvrodeep Chakraborty 21 Nov 2024 8:32 PM IST

BSNL Satellite to Device: ক্যালিফোর্নিয়া-ভিত্তিক যোগাযোগ প্রযুক্তি সংস্থার সঙ্গে সহযোগিতায় ডিরেক্ট-টু-ডিভাইস স্যাটেলাইট পরিষেবা চালু করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL। লক্ষ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করা। অক্টোবর থেকে শুরু হয়েছে ট্রায়াল। ডিরেক্ট-টু-ডিভাইস স্যাটেলাইট পরিষেবা শীঘ্রই দেশজুড়ে উপলব্ধ হবে বলে দাবি করেছে বিএসএনএল।

বিএসএনএল স্যাটেলাইট-টু-ডিভাইস পরিষেবা কী?

নতুন স্যাটেলাইট কানেক্টিভিটি পরিষেবার লক্ষ্য দেশের প্রত্যন্ত এবং বিচ্ছিন্ন এলাকায় যোগাযোগ স্থাপন করা। যাতে ব্যবহারকারীরা দুর্গম এলাকাতেও একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। সংস্থার আরও দাবি, এটি সেলুলার বা ওয়াইফাই কভারেজের এলাকায় জরুরি কল, SOS মেসেজিং এবং এমনকি UPI পেমেন্ট করার সুবিধাও এনে দেবে। তবে জরুরি কলের বাইরে রেগুলার কলিং, SMS করা যাবে কিনা তা এখনও অস্পষ্ট।

বিএসএনএল স্যাটেলাইট-টু-ডিভাইস কীভাবে কাজ করে?

এই পরিষেবা দিতে ৩৬,০০০ কিমি দূরে অবস্থিত জিওস্টেশনারি স্যাটেলাইটের মাধ্যমে দ্বিমুখী যোগাযোগের জন্য নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক (NTN) সংযোগ ব্যবহার করা হয়েছে। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস ২০২৪ প্রদর্শনীতে, সংস্থাটি এল-ব্যান্ড স্যাটেলাইটের মাধ্যমে সফল ভাবে বার্তা প্রেরণ করে দেখিয়েছে। জানা গিয়েছে, এই পরিষেবায় ব্যবহারকারীদের প্রচলিত সেলুলার নেটওয়ার্কের উপর নির্ভর করতে হবে না।

কবে লঞ্চ, কারা ও কীভাবে পাবেন?

চলতি বছর অক্টোবরে ডিরেক্ট-টু-ডিভাইস স্যাটেলাইট সংযোগের জন্য ট্রায়াল শুরু হয়েছে। এক রিপোর্ট অনুযায়ী, এক মাসের মধ্যে এটি লঞ্চ হতে পারে। যদিও এই স্যাটেলাইট পরিষেবা কারা পাবেন তা এখনও স্পষ্ট জানা যায়নি বিএসএনএল। কারণ এটি কোনও রিচার্জ প্ল্যানের সঙ্গে আসবে নাকি আলাদা সাবস্ক্রিপশন প্রয়োজন তা প্রকাশ করেনি বিএসএনএল। পাশাপাশি পরিষেবা সংক্রান্ত গাইডলাইন এবং কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে সেটাও এখনও অস্পষ্ট।

তবে এ কথার বলার অপেক্ষা রাখে না, ভারতের টেলিকম বাজারে স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ এটি। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ বাড়ানোর জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বিএসএনএলের নতুন পরিষেবা।

Show Full Article
Next Story