Jio, Airtel-র ঘাড়ে নিশ্বাস ফেলছে BSNL, আসছে নতুন eSIM পরিষেবা
বর্তমানে অনেক প্রিমিয়াম স্মার্টফোনে eSIM সাপোর্ট করে। কিন্তু তা থেকে বঞ্চিত BSNL গ্রাহকরা। যদিও জিও এবং এয়ারটেল অনেক দিন আগেই পরিষেবা চালু করেছে।
খুব শীঘ্রই নতুন সুবিধা পেতে চলেছেন BSNL গ্রাহকরা। নতুন eSIM সুবিধা চালু করতে চলেছে টেলিকম সংস্থা। জিও এবং এয়ারটেলের সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে এই পরিষেবা চালু করা ভীষণ জরুরি। বর্তমানে অনেক প্রিমিয়াম স্মার্টফোনে ইসিম পরিষেবা সাপোর্ট করে। এবার গ্রাহকরা সেকেন্ডারি সিম হিসাবে BSNL ব্যবহার করতে পারবেন। AskBSNL অধিবেশন চলাকালীন বিএসএনএল বোর্ডের সিএম ডিরেক্টর ঘোষণাটি করেছেন।
সম্প্রতি এক ব্যবহারকারী নতুন eSIM সুবিধার প্রাপ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করেন, তার উত্তরে বোর্ডের ডিরেক্টর জানান যে, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম অপারেপর তার গ্রাহকদের জন্য এই বৈশিষ্ট্যটি সক্ষম করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। মার্চ 2025 এর কাছাকাছি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, জুলাই থেকে গত চার মাসের মধ্যে 55 লক্ষ নতুন গ্রাহক যোগ করেছে BSNL। চলতি বছর জিও, এয়ারটেল এবং ভিআই-এর মতো বেসরকারি টেলিকম অপারেটরগুলি মোবাইল রিচার্জের দাম গড়ে 15 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ফলস্বরূপ, প্রচুর গ্রাহক বিএসএনএলে পোর্ট করিয়েছেন বেছে নিয়েছেন কমদামি রিচার্জ প্ল্যান।
অন্যদিকে, বেসরকারি টেলিকম সংস্থাগুলি আশাবাদী যে এই গ্রাহকরা শেষ পর্যন্ত ঘরে ফিরে আসবে। কারণ বেসরকারি টেলকোগুলির সমান পরিষেবা দিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএসএনএল। যদিও হাল ছাড়তে নারাজ তারাও। সম্প্রতি এআই ভিত্তিক স্প্যাম কল আইডেন্টিফিকেশন ফিচার, ওয়াইফাই রোমিং এবং ওটিএ সিম-সহ বেশ কিছু সুবিধা চালু করেছে বিএসএনএল।
এছাড়া 1 লক্ষ 4G সাইট স্থাপন করার লক্ষ্যে দ্রুত এগোতে চাইছে সংস্থাটি। যাতে দেশজুড়ে যত দ্রুত সম্ভব 4G পরিষেবা চালু করা যায়। সংস্থার কথায়, 2025 সালের মাঝামাঝি সময়ে এই লক্ষ্যমাত্রা পূরণ হবে।Jio, Airtel-র ঘাড়ে নিশ্বাস ফেলছে BSNL, আসছে নতুন eSIM পরিষেবা
বর্তমানে অনেক প্রিমিয়াম স্মার্টফোনে eSIM সাপোর্ট করে। কিন্তু তা থেকে বঞ্চিত BSNL গ্রাহকরা। যদিও জিও এবং এয়ারটেল অনেক দিন আগেই পরিষেবা চালু করেছে।