বড় চমক BSNL-র, নেটওয়ার্ক ছাড়াই হবে কল, জিও-এয়ারটেলের পর আনছে VoWiFi পরিষেবা

কোম্পানির যে 4G পরিষেবা রয়েছে, তারই এক্সটেনশন হিসাবে ভয়েস অফার ওয়াইফাই বা VoWiFi পরিষেবা আনছে BSNL। এটি ব্যবহার করার জন্য আপনাকে USSD কোড দিতে হবে না, ডিফল্টরূপে চালু হবে।

Suvrodeep Chakraborty 22 Dec 2024 10:41 AM IST

দেশজুড়ে 4G নেটওয়ার্ক চালু করার কাজ শুরু করল BSNL। তারই এক্সটেনশন হিসাবে ভয়েস ওভার ওয়াইফাই বা VoWiFi, যার মাধ্যমে ওয়াইফাই দ্বারা ভয়েস কলিং করা যাবে, এমন পরিষেবা আনার ঘোষণা করল BSNL। বর্তমানে জিও এবং এয়ারটেল, এই দুই সংস্থা VoWiFi পরিষেবা দিয়ে থাকে। ভোডাফোন আইডিয়াও এই পরিষেবা দিয়ে থাকে, তবে নির্দিষ্ট কয়েকটি টেলিকম সার্কেলে। তৃতীয় কোম্পানি হিসাবে দেশজুড়ে সুবিধাটি চালু করতে উদ্যোগী বিএসএনএল।

BSNL এর ওয়াইফাই কলিং পরিষেবা

কোম্পানি জানিয়েছে, তাদের লক্ষ্য 2025 সালের জুনের মধ্যে 1 লক্ষ সাইটে 4G নেটওয়ার্ক স্থাপন করা। সেটি সফল হলে 5G এর কাজ শুরু হবে। এই 4G পরিষেবার অধীনেই পাওয়া যাবে ওয়াইফাই কলিং সুবিধা। কোম্পানি আরও জানিয়েছে, এটির জন্য কোনও USSD কোড দিতে হবে না বা ম্যানুয়ালি কিছু করতে হবে। ডিফল্টরূপে আপনার ক্যারিয়ারে যোগ হবে। যদি আপনি এই সুবিধাটি না পান, তাহলে BSNL কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বর্তমানে, সব ফোনেই রয়েছে ওয়াইফাই কলিং সাপোর্ট। যেসব এলাকায় ভালো নেটওয়ার্ক কভারেজ থাকে না, সেখানে কার্যকরী হয় ওয়াইফাই কলিং। জিও এবং এয়ারটেল অনেক দিন ধরেই সুবিধাটি দিচ্ছে গ্রাহকদের। তবে এখনও যেহেতু 4G পরিষেবা পুরো দমে চালু করেনি BSNL, তাই সুবিধাটি এই মুহূর্তে পাওয়া সম্ভব নয়।

এখন অপেক্ষা করতে হবে BSNL কবে 1 লক্ষ সাইটে 4G চালু করে তার উপর। উল্লেখযোগ্য বিষয় হল, বেসরকারি টেলিকম অপারেটরগুলি রিচার্জের দাম বাড়ানোর পর 36 লাখ নতুন গ্রাহক যুক্ত করেছে কোম্পানি। এছাড়া, সম্প্রতি ইন্টারনেট ফাইবার টিভিও চালু করেছে BSNL। এটি মোবাইল কংগ্রেস 2024 অনুষ্ঠানে প্রথম দেখানো হয়। উল্লেখিত পরিষেবাগুলি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে। এটি চালু হলে উপকৃত হবেন লক্ষ লক্ষ গ্রাহক।

Show Full Article
Next Story