BSNL এর বেস্ট প্ল্যান, রোজ ৫ টাকার কমে আনলিমিটেড কল

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) গত কয়েক বছর ধরে নিজেদের অসাধারণ প্রিপেইড প্ল্যানের (BSNL Prepaid Plan) মাধ্যমে...
techgup 10 May 2023 1:51 PM IST

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) গত কয়েক বছর ধরে নিজেদের অসাধারণ প্রিপেইড প্ল্যানের (BSNL Prepaid Plan) মাধ্যমে প্রাইভেট কোম্পানি গুলিকে টেক্কা দিচ্ছে। Jio, Airtel এবং Vodafone Idea-এর মত কোম্পানিগুলি নিজেদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়ালেও, BSNL এখনও সেই পথে হাঁটেনি।

এই মুহূর্তে বিএসএনএলের কাছে বেশ কয়েকটি আকর্ষণীয় প্রিপেড প্ল্যান আছে। যারমধ্যে একটি প্ল্যানের মূল্য ৯৯৯ টাকা। এখানে আপনি আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। আর এই প্ল্যানটির বৈধতা ২০০ দিন। আসুন কেন এই রিচার্জ প্ল্যানটি আকর্ষণীয় সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

BSNL-এর ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান

প্রথমেই বলেছি বিএসএনএলের ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ২০০ দিন ধরে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানের দ্বারা আপনি প্রায় সাড়ে ৬ মাসের জন্য রিচার্জ করার ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে পারবেন। অর্থাৎ প্রতিদিন প্রায় পাঁচ টাকার বিনিময়ে আপনি আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাবেন।

এছাড়াও এই রিচার্জের দ্বারা বিএসএনএল ৬০ দিনের জন্য বিএসএনএল টিউনস বিনামূল্যে ব্যবহার করার সুবিধা দেবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বিএসএনএলের এই ৯৯৯ প্ল্যানে কোন ডেটা বা এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না। এই প্ল্যানটি বিশেষ ভাবে তাদের জন্যই প্রস্তুত করা হয়েছে যারা শুধুমাত্র ফোনে কথা বলতে চান। তবে যারা ডেটা এবং এসএমএস সহ আনলিমিটেড কলের সুবিধা উপভোগ করতে চান তারা বিএসএনএল-এর অন্য একটি প্ল্যান বেছে নিতেই পারেন।

BSNL এর ৯৯৯ টাকার প্ল্যান আপনার ফোনে কীভাবে রিচার্জ করবেন

৯৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করার জন্য গ্রাহকেরা বিএসএনএলের ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করতে পারেন। অথবা বিএসএনএল অ্যাপের মাধ্যমেও খুব সহজে রিচার্জ করে ফেলা সম্ভব। এছাড়া নিকটস্থ বিএসএনএল এর রিটেলারের কাছে গিয়েও প্ল্যানটি রিচার্জ করা যাবে।

Show Full Article
Next Story
Share it