BSNL গ্রাহকদের জন্য সুখবর, 485 টাকার প্ল্যানে এখন পাবেন 37 জিবি বেশি ডেটা

সরকারি টেলিকম সংস্থা Bharat Sanchar Nigam Limited বা BSNL তাদের একটি ৫০০ টাকার কম দামের প্ল্যানে পরিবর্তন আনল। ৪৮৫ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানে এখন…

Puja Mondal 27 Sept 2024 10:29 AM IST

সরকারি টেলিকম সংস্থা Bharat Sanchar Nigam Limited বা BSNL তাদের একটি ৫০০ টাকার কম দামের প্ল্যানে পরিবর্তন আনল। ৪৮৫ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানে এখন কম ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে ভ্যালিডিটি কমলেও গ্রাহকরা এখন বেশি ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন। এছাড়া কলিং সহ অন্যান্য সুবিধা আগের মতো রয়েছে। আসুন BSNL এর ৪৮৫ টাকার প্ল্যানের নতুন সুবিধা দেখে নেওয়া যাক।

BSNL এর ৪৮৫ টাকার প্ল্যানের পুরানো ও নতুন সুবিধা

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এর ৪৮৫ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে আগে ৮২ দিন ভ্যালিডিটি পাওয়া যেত। তবে এখন প্ল্যান রিচার্জ করলে ৮০ দিন‌ ভ্যালিডিটি পাওয়া যাবে।

যদিও এই প্ল্যানের সাথে আগে দৈনিক ১.৫ জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যেত। যদিও এখন তা ৫০০ এমবি বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন এখানে রোজ ২ জিবি ইন্টারনেট ডেটা মিলবে। সেক্ষেত্রে আগে যেখানে বিএসএনএল এর এই প্ল্যানে মোট ১২৩ জিবি ডেটা দেওয়া হত। এখন সেখানে ১৬০ জিবি মোট ডেটা পাওয়া যাবে।

এখন প্রশ্ন আসা স্বাভাবিক যে, এখন ৪৮৫ টাকার প্ল্যান রিচার্জ করলে লাভ হবে নাকি ক্ষতি? এর উত্তরে বলা যায় যদি আপনি ভ্যালিডিটির দিক থেকে ভাবেন তাহলে আগে এই প্ল্যানের জন্য দৈনিক ৫.৯১ টাকা খরচ হত। তবে এখন BSNL এর এই প্ল্যানের খরচ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকায়।

তবে ডেটার হিসের করলে এখন এই প্ল্যানে আরও বেশি সুবিধা যাবে। কারণ আগে এখানে ১২৩ জিবি ডেটা দেওয়া হত, অর্থাৎ প্রতি জিবি ডেটার জন্য লাগতো ৩.৯৪ টাকা। কিন্তু এখন ১৬০ জিবি ডেটা মিলবে, অর্থাৎ জিবি প্রতি খরচ পড়বে ৩ টাকা।

Show Full Article
Next Story
Share it