BSNL এর ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য সুখবর। সংস্থাটি চুপিচুপি তাদের তিনটি এন্ট্রি-লেভেল প্ল্যানের ইন্টারনেটের স্পিড আপগ্রেড করেছে। এখন এই ব্রডব্যান্ড প্ল্যানে আগের থেকে দ্রুত ইন্টারনেট স্পিড পাওয়া যাবে, তাও অতিরিক্ত কোনো খরচ ছাড়াই। এর আগে, BSNL এর এন্ট্রি-লেভেল ব্রডব্যান্ড প্ল্যানে কম স্পিড এবং সীমিত পরিমাণে ডেটা পাওয়া যেত। তবে এবার থেকে এই প্ল্যানগুলিতে স্পিড বাড়বে, যদিও ডেটা লিমিট আগের মতোই আছে। BSNL যে তিনটি ব্রডব্যান্ড প্ল্যানে স্পিড বাড়িয়েছে তাদের মূল্য 249 টাকা, 299 টাকা এবং 329 টাকা। আসুন এদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
BSNL এর 249, 299 ও 329 টাকার প্ল্যানে পাওয়া যাবে 25Mbps স্পিড
বিএসএনএলের ব্রডব্যান্ড প্ল্যানের দাম প্রতি মাসে 249 টাকা থেকে শুরু হয়। এছাড়াও সংস্থার অন্যান্য এন্ট্রি লেভেল প্ল্যানের মুল্য 299 টাকা এবং 329 টাকা। এই তিনটি প্ল্যানের স্পিডে পরিবর্তন আনা হয়েছে। 249 টাকার প্ল্যানে আগে 10 এমবিপিএস স্পিড পাওয়া যেত, এখন 25 এমবিপিএস স্পিড পাওয়া যাবে। আবার 299 টাকার বিএসএনএল প্ল্যানে আগে যেখানে 10 এমবিপিএস স্পিড দেওয়া হত, এখন সেখানে 25 এমবিপিএস স্পিড পাওয়া যাবে। আর 329 টাকার প্ল্যানে গ্রাহকরা 20 এমবিপিএস ইন্টারনেট স্পিড পেতেন, এখন যা বাড়িয়ে 25 এমবিপিএস করা হয়েছে।
আরও পড়ুন: পুরো 7000 টাকা ডিসকাউন্ট, OnePlus 12 কেনা উচিত কিনা দেখুন ফিচার
BSNL এর 249, 299 ও 329 টাকার ব্রডব্যান্ড প্ল্যানের সুবিধা
জানিয়ে রাখি বিএসএনএলের 249 টাকার প্ল্যানে 10 জিবি এফইউপি (ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা, 299 টাকার প্ল্যানে 20 জিবি এবং 329 টাকার প্ল্যানে 1,000 জিবি ডেটা পাওয়া যায়। আর 249 টাকা এবং 299 টাকার প্ল্যানে, নির্ধারিত ডেটা শেষ হওয়ার পরে ইন্টারনেটের গতি কমে হয় 2 এমবিপিএস।
আরও পড়ুন: ICICI ব্যাঙ্কের ওয়ার্নিং, সতর্ক না হলেই অ্যাকাউন্ট খালি হওয়ার সম্ভাবনা
আবার 329 টাকার প্ল্যানে, 1000 জিবি এফইউপি ডেটা শেষ হওয়ার পরে ইন্টারনেটের গতি 4 এমবিপিএসে চলে আসে। জানিয়ে রাখি, 249 ও 299 টাকার প্ল্যান শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য উপলব্ধ। আর এগুলি অত্যন্ত সস্তা এন্ট্রি-লেভেল প্ল্যান হলেও পর্যাপ্ত ডেটা না পাওয়া যাওয়ায় 25 এমবিপিএস স্পিডে বেশিক্ষণ ইন্টারনেট চালানো যাবে না।
সেদিক থেকে 329 টাকার BSNL ব্রডব্যান্ড প্ল্যানটি অনেকের জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে। কারণ এখানে 1,000 জিবি ডেটা পাওয়া যায়।