Airtel, Jio, Vodafone Idea, তিনটি বেসরকারি টেলিকম সংস্থাই তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে, তবে BSNL এখনও পুরানো দামেই তাদের প্ল্যান অফার করছে। এমত অবস্থায় সরকারি টেলিকম সংস্থাটির প্ল্যানের ধারেকাছেও নেই জিও-রা। আপনি অপারেটর চারটির ২ জিবি ডেটা প্ল্যানের দাম দেখলেই এই বিষয়ে পরিষ্কার হয়ে যাবেন। আসুন BSNL, Jio, Airtel নাকি Vi সস্তায় ২ জিবি ডেটা প্ল্যান অফার করছে দেখে নেওয়া যাক।
BSNL এর সবচেয়ে সস্তা দৈনিক ২ জিবি ডেটা প্ল্যান
বিএসএনএলের পোর্টফোলিওতে ২২৯ টাকার একটি প্রিপেড প্ল্যান রয়েছে। এটি দৈনিক ২ জিবি ডেটা অফারকারী সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যান। এর ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে। দৈনিক ২ জিবি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে।
Jio-র সবচেয়ে সস্তা দৈনিক ২ জিবি ডেটা প্ল্যান
দৈনিক ২ জিবি ডেটা সহ জিও-র সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যানের মূল্য ৩৪৯ টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়। দৈনিক ২ জিবি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে আসে ৬৪ কেবিপিএস। এখানে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন। এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা পাওয়া যাবে।
Vi-এর সবচেয়ে সস্তা রোজ ২ ডেটা প্ল্যান
Vi-এর প্রতিদিন ২ জিবি ডেটা অফারকারী সবচেয়ে সস্তা প্রিপেড প্ল্যানের দাম ৩৬৫ টাকা। এর ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়। দৈনিক ২ জিবি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে আসে ৬৪ কেবিপিএস। আবার এখানে আপনি বিঞ্জ (রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা), ডেটা ডিলাইট (প্রতি মাসে ২ জিবি পর্যন্ত ডেটা ব্যাকআপ) এবং উইকএন্ড ডেটা রোলওভার সহ প্রচুর ডেটা সুবিধা পাবেন।
Airtel এর সবচেয়ে সস্তা দৈনিক ২ জিবি ডেটা প্ল্যান
এয়ারটেলের দৈনিক ২ জিবি ডেটা প্ল্যানের মূল্য ৩৭৯ টাকা। এর ভ্যালিডিটি ১ মাস। এখানে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যায়। দৈনিক ২ জিবি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে আসে ৬৪ কেবিপিএসে। এই প্ল্যান রিচার্জকারীরা আনলিমিটেড 5G ডেটাও পাবেন।