BSNL এর 5G পরিষেবা নিয়ে বড় আপডেট, কবে থেকে কাজ শুরু জেনে নিন

BSNL সি-ডটের সহযোগিতায় সফলভাবে কোর 4G সিস্টেম তৈরি করেছে। এছাড়া তেজস নেটওয়ার্কের সাথে হাত মিলিয়ে আরএএন, কিউ বিটিএস তৈরি করা হয়েছে। যারপর BSNL তাদের গ্রাহকদের জন্য 5G নেটওয়ার্কের পরীক্ষাও শুরু করেছে।

Julai Mondal 22 Dec 2024 7:55 PM IST

BSNL এর 5G পরিষেবা নিয়ে একটি বড় আপডেট সামনে এল। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্প্রতি সরকারি টেলিকম সংস্থার 5G নেটওয়ার্ক আপগ্রেডের সময়সীমা প্রকাশ করেছেন। টেলিকম সেক্টরের সাম্প্রতিক বৃদ্ধির কথা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, শীঘ্রই ভারতে টেলিকম ম্যানুফ্যাকচারিং জোন তৈরি করা হবে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই মেড ইন ইন্ডিয়া প্রচারাভিযানকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে, যার কারণে ভারত ক্রমাগত স্মার্টফোন রফতানির রেকর্ড তৈরি করছে।

টেলিকম যন্ত্রপাতি উৎপাদনে জোর

বিএসএনএলের 4G/5G টাওয়ারে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পূর্ণ দেশীয় ভাবে তৈরি করা হবে। দেশেই টেলিকম যন্ত্রপাতি তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএসএনএলের নেটওয়ার্ক উন্নত করতে 1 লক্ষ নতুন 4G/5G মোবাইল টাওয়ার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সরকারের হাতে দুটি বিকল্প রয়েছে। প্রথমত, বিএসএনএলের 4G পরিষেবা আপগ্রেড করতে বিদেশী সরঞ্জাম ব্যবহার করা বা দেশীয় ভাবে সেগুলি তৈরি করা। সরকার দেশীয়ভাবে উৎপাদনের পথ বেছে নিয়েছে, যার জন্য ভারতীয় সংস্থাগুলির কাছ থেকে সহায়তা নেওয়া হচ্ছে।

বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে নিজস্ব 4G সিস্টেম তৈরি করেছে। সরকার ধীরে ধীরে 1 লাখ মোবাইল টাওয়ার স্থাপনের মাধ্যমে ফাইভজি সিস্টেম আপগ্রেডের কাজ শুরু করেছে। BSNL 5G পরিষেবা সম্পর্কে আপডেট দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে প্রায় 1 লক্ষ মোবাইল টাওয়ার ইনস্টল করা হবে, যার পরে 5G সিস্টেম আপগ্রেড করার কাজ করা হবে।

এপ্রিল-মে মাস থেকে 5G নেটওয়ার্ক আপগ্রেড

মন্ত্রী আরও বলেন, BSNL সি-ডটের সহযোগিতায় সফলভাবে কোর 4G সিস্টেম তৈরি করেছে। এছাড়া তেজস নেটওয়ার্কের সাথে হাত মিলিয়ে আরএএন, কিউ বিটিএস তৈরি করা হয়েছে। যারপর BSNL তাদের গ্রাহকদের জন্য 5G নেটওয়ার্কের পরীক্ষাও শুরু করেছে। সংস্থার 5G পরিষেবা কিছু নির্বাচিত নেটওয়ার্ক অঞ্চলে পরীক্ষা করা হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে, BSNL এর 5G নেটওয়ার্ক সারা দেশে উপলব্ধ হবে।

Show Full Article
Next Story