Jio থেকে BSNL, সব সংস্থার গ্রাহককেই সতর্ক করল কেন্দ্র, এই SMS-এ বিশ্বাস করলেই বিপদ!

ভুয়ো কল, মেসেজের মাধ্যমে প্রতারণার বিষয়টি মোবাইল ইউজারদের কাছে নতুন কিছু নয়। তবে বছর পাল্টালেও এই সমস্যার যে তেমন সুরাহা...
Anwesha Nandi 4 Jan 2024 11:15 AM IST

ভুয়ো কল, মেসেজের মাধ্যমে প্রতারণার বিষয়টি মোবাইল ইউজারদের কাছে নতুন কিছু নয়। তবে বছর পাল্টালেও এই সমস্যার যে তেমন সুরাহা হচ্ছেনা, তা কেন্দ্র সরকারের সাম্প্রতিক ঘোষণা থেকেই আবারও স্পষ্ট হয়ে গেল। আসলে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI, হালফিলে গ্রাহকদের Jio, Airtel, Vodafone Idea, BSNL অর্থাৎ দেশীয় টেলিকম সংস্থাগুলির নামে আসা মেসেজগুলির বিষয়ে সতর্ক করেছে – প্রতিষ্ঠানটির মতে এই ধরণের মেসেজগুলি আদতে সাইবার ক্রিমিনালরা পাঠাচ্ছে। এমনকি, আজকাল TRAI-এর নামে মেসেজ পাঠিয়ে জনসাধারণকে প্রতারিত করা হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাদের সচিব ভি রঘুনন্দন।

মোবাইল কোম্পানি থেকে TRAI, সবার নামেই ছড়াচ্ছে ভুয়ো SMS

ট্রাই-এর কথা অনুযায়ী, এখন প্রতারকরা তাদের নামে মোবাইল ইউজারদের কাছে মেসেজ পাঠাচ্ছে, যেখানে কানেকশন বিচ্ছিন্নের ভয় দেখিয়ে কিংবা টাওয়ার ইনস্টলেশন বা বিদ্যমান মোবাইল নম্বর ভেরিফিকেশন করার নামে এনওসি (NOC) চাইছে। উল্লেখ্য, এর আগেও এই ধরনের জাল এসএমএস সম্পর্কে সতর্কবার্তা দিয়েছিল তারা।

বর্তমানে TRAI নিজে এই মেসেজ পাঠাচ্ছে

ট্রাই-এর নির্দেশ মেনে এখন দেশের সমস্ত প্রধান টেলিকম অপারেটর 'BT-TRAIND' হেডার আইডির সাথে একটি মেসেজ গোটা ভারতের কাছে পৌঁছে দিচ্ছে। ওই এসএমএসে স্পষ্ট লেখা আছে যে – নিয়ন্ত্রক নিজে বা কোম্পানি কখনই কোনো মেসেজ পাঠিয়ে বা কল করে মোবাইল নম্বর ভেরিফিকেশন/কানেকশন বিচ্ছিন্ন করা/অবৈধ কার্যকলাপ রিপোর্ট করার কথা বলেনা। তাই বিষয়টি সাবধান থেকে এদের গুরুত্ব বিবেচনা করা উচিত। প্রয়োজনে সম্ভাব্য জালিয়াতি বা সমস্যার প্রেক্ষিতে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ করা যেতে পারে।

বর্তমানে ভারতে প্রায় ১.১৫ বিলিয়ন মোবাইল কাস্টমার রয়েছে যার মধ্যে রিলায়েন্স জিও ৪৫০ মিলিয়ন, ভারতী এয়ারটেল ৩৮০ মিলিয়ন, ভোডাফোন আইডিয়া ২২০ মিলিয়ন এবং সরকারি সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল ৯৫ মিলিয়ন সাবস্ক্রাইবারকে পরিষেবা দিচ্ছে। সেক্ষেত্রে সমস্ত টেলিকম কোম্পানিকেই বছরের প্রথম দিন থেকেই লাখ লাখ গ্রাহককে ওয়ার্নিং মেসেজ শেয়ার করতে বলা হয়েছে। ফলত আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিক ভাষায় এমন বার্তা পাওয়া যাবে।

Show Full Article
Next Story