Scam কল থেকে রেহাই! এবার সরকার আনল 160 কোডযুক্ত নতুন নম্বর সিরিজ, জানুন বিশদ
ভারতে ফোন কল স্ক্যাম দ্রুত হারে বাড়ছে, যার ফলে বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। যদিও...ভারতে ফোন কল স্ক্যাম দ্রুত হারে বাড়ছে, যার ফলে বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। যদিও মোদী সরকার এই ধরণের অপ্রত্যাশিত ঝামেলা এড়াতে ক্রমাগত কাজ করে চলেছে – কখনও কেন্দ্রের তরফে লক্ষ লক্ষ মোবাইল নম্বর ব্লক করা হচ্ছে তো কখনও আবার কোনো জালিয়াতি সম্পর্কে সরাসরি সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সাম্প্রতিক পদক্ষেপ হিসেবে, ক্রমবর্ধমান ফোন কল স্ক্যাম রুখতে টেলিযোগাযোগ বিভাগ তথা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT), একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে যা সহজেই আসল কল এবং জালিয়াতদের করা ভুয়ো কলগুলি পার্থক্য শনাক্ত করবে।
আসলে বিগত কয়েক সপ্তাহে জালিয়াতির বিপরীতে নানাবিধ বিধান জারি করার পর টেলিকম বিভাগ অতিসম্প্রতি সরকার, রেগুলেটরি বডি এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ প্রদত্ত পরিষেবা সম্পর্কিত কলগুলির জন্য ১৬০ কোড দিয়ে শুরু হবে এমন একটি ১০-সংখ্যার নতুন নম্বর সিরিজ চালু করেছে। এতে করে সবাই অফিসিয়াল কলগুলি সম্পর্কে সচেতন থাকতে পারবেন। আসুন, এই বিষয়ে বিশদ জেনে নিই।
এবার ব্যাঙ্কের বা সরকারের কল আসবে ১৬০ কোডযুক্ত নয়া নম্বর সিরিজ থেকে
ডিওটির নতুন নম্বর সিরিজের ডিজাইন বা বৈশিষ্ট্যের কথা বললে, ব্যাঙ্কিং বা সরকারি উদ্দেশ্যে জারি করা নতুন ১০-সংখ্যার নম্বরগুলি ১৬০ কোড দিয়ে শুরু হবে। এক্ষেত্রে সরকার, আর্থিক প্রতিষ্ঠান (ব্যাঙ্ক) এবং টেলিকম নিয়ন্ত্রণের ফোন কল আসবে '1600ABCXXX' ফর্ম্যাটে। এর মধ্যে নম্বরের 'AB' অংশে টেলিকম সার্কেলের কোড প্রদর্শিত হবে (যেমন দিল্লির জন্য ১১), 'C'-তে থাকবে অপারেটরের কোড। একইসময়ে, 'XXX' অংশে ০০০ থেকে ৯৯৯-এর মধ্যেকার সংখ্যা থাকবে।
অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্ক অনুমোদিত এবং নিয়ন্ত্রিত SEBI, PFRDA (পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি) এবং IRDA (ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি)-এর মতো আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য '1601ABCXXX' ফর্ম্যাটে ১০-সংখ্যার নম্বর জারি করা হবে।
ইনকামিং কলের নম্বর সম্পর্কে মানুষ এই তথ্য পাবে
অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, নতুন ১০-ডিজিটের নম্বর সিরিজটি টেলিকম বিভাগ এমনভাবে ডিজাইন করেছে, যাতে মানুষ কলিং প্রতিষ্ঠানগুলির পাশাপাশি টেলিকম অপারেটর এবং কোথা থেকে কল এসেছে সে সম্পর্কেও তথ্য পাবে। এক্ষেত্রে টিএসপি (TSP, টেলিকম সার্ভিস প্রোভাইডার)-গুলি ১৬০ সিরিজের নম্বর বরাদ্দের আগে প্রতিটি প্রতিষ্ঠানকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে। তাছাড়া টিএসপিগুলিকে এই ধরণের নম্বর পেতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে একটি অঙ্গীকারনামা নিতেও হবে যে তারা বরাদ্দকৃত নম্বরটি কেবল পরিষেবা এবং লেনদেনের প্রেক্ষিতে ব্যবহার করবে।