জালিয়াতি খতম! SIM কেনা-বেচার জন্য নয়া নিয়ম আনল কেন্দ্র, কার্ড হারালে করাতে হবে রি-ভেরিফিকেশন

ভুয়ো সিম স্ক্যাম, সিম সোয়াপ (SIM swap)-এর মতো অবৈধ কাজ এড়াতে ভারত সরকার বহুদিন ধরে কাজ করছে। এর ফলশ্রুতি হিসেবেই, চলতি বছরের মে মাস থেকে…

ভুয়ো সিম স্ক্যাম, সিম সোয়াপ (SIM swap)-এর মতো অবৈধ কাজ এড়াতে ভারত সরকার বহুদিন ধরে কাজ করছে। এর ফলশ্রুতি হিসেবেই, চলতি বছরের মে মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ৬৭ হাজার সিম ডিলারকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। তবে এবার আরও সচেতনতার জন্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন তথা DoT, ভারতে সিম কার্ড ইস্যু এবং তার ব্যবহারের বিষয়ে একটি নতুন নিয়ম নিয়ে এসেছে। সম্প্রতি DoT দু-দুটি সার্কুলার জারি করেছে, যেখানে দেশে সিম কার্ড কেনা-বেচা এবং ব্যবহার সম্বন্ধিত নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। একইসাথে এগুলিতে পুরনো বা বিদ্যমান কিছু নিয়মেও সংশোধন করা হয়েছে। অর্থাৎ নিয়মের বাঁধন বেশ আঁটোসাঁটো করতে চলেছে কেন্দ্র। আসুন, পুরো বিষয়টি মানে কীভাবে আগামীদিনে নতুন সিম ইস্যু করা যাবে তা জেনে নিই।

সিমের একটি কার্ড থাকবে কোম্পানির কাছেই

নতুন নির্দেশনা অনুযায়ী, স্বতন্ত্র সিম ইস্যু হলে তার একটি কার্ড গ্রাহক বা ইউজারের কাছে থাকবে, অন্যটির নিয়ন্ত্রণ থাকবে জিও (Jio) এবং এয়ারটেল (Airtel) মতো টেলিকম কোম্পানিগুলির কাছে৷ অন্যদিকে সিম কার্ড বিক্রেতা দোকানগুলির জন্য কেওয়াইসি (KYC)-র বিষয়টি আরও কঠোর হবে৷ ডিওটি জানিয়েছে যে, টেলিকম সংস্থাগুলিকে তাদের সিম কার্ড বিক্রিকারীদের হাল-হকিকত পুঙ্খানুপুঙ্খভাবে ভেরিফাই করে দেখে নিতে হবে। আর কোনো ডিলার যদি কেওয়াইসি করাতে ব্যর্থ হয়, তবে তাদের দোকানের ওপর আরোপ করা হবে ১০ লাখ টাকা জরিমানা। আগামী ১লা অক্টোবর, ২০২৩ থেকে এই নিয়ম কার্যকর হবে, আর ডিলার বা সিম বিক্রেতাদের কেওয়াইসি সম্পূর্ণ করার জন্য ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ অবধি অর্থাৎ পুরো এক বছর সময় দেওয়া হবে।

উল্লেখ্য, এক্ষেত্রে যদি কোনো লাইসেন্সি পয়েন্ট অফ সেল বা পিওএস (PoS) ব্যবহার করেন, তাহলে তাঁকে সেই পিওএসের তথ্যও রেজিস্টার করতে হবে। এতে করে কারা, কী পদ্ধতিতে সিম কার্ড বিক্রি করছে, তা সহজেই নজর রাখা যাবে। কোনো পয়েন্ট অফ সেল বেআইনি কার্যকলাপের সাথে জড়িত বলে প্রমাণিত হলে সেটি বন্ধ বা তিন বছরের জন্য তা ব্লক করা হবে। আবার আসাম, কাশ্মীর এবং উত্তর-পূর্বের নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রে, টেলিকম অপারেটরদের একটি আনুষ্ঠানিক চুক্তি করার এবং নতুন সিম কার্ড বিক্রি করার অনুমতি দেওয়ার আগে ডিলারের কেওয়াইসির পাশাপাশি পুলিশ ভেরিফিকেশনের দিকটি দেখে নিতে হবে।

সিম কার্ড ক্রেতাদেরও মানতে হবে নিয়ম

অক্টোবরের ডিওটির নতুন নিয়ম চালু হওয়ার পর, কোনো গ্রাহকের বিদ্যমান সিমের ক্ষতি হলে বা সেটি হারিয়ে গেলে, পুনরায় কার্ড ইস্যু করার জন্য ভেরিফিকেশন করাতে হবে যেমনটা নতুন সিম কেনার ক্ষেত্রে মানতে হয়। এতে করে একটু ঝামেলা বাড়লেও অযাচিত বিপদ এড়ানো যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন