৯০ দিন ভ্যালিডিটি! BSNL এর এই রিচার্জ প্ল্যানের দাম শুনলে সারপ্রাইস হবেন আপনি
বিএসএনএল ৪৯৯ টাকার প্ল্যানেও ভ্যালিডিটি ৯০ দিন। ৩০০টি ফ্রি SMS, আনলিমিটেড ভয়েস কল ও ডেটা সবই পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে।
ফোন চালু রাখার জন্য দরকার একটি রিচার্জ প্ল্যান। কিন্তু সাম্প্রতিক সময়ে যে মোবাইল খরচ বেড়েছে তাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থের নামমাত্র দামে ৯০ দিন ভ্যালিডিটি-সহ প্রিপেইড প্ল্যান হাজির করেছে বিএসএনএল (BSNL)। ডেটা এবং কলিং দুটোই পাওয়া যাবে এই প্ল্যানে। তিন মাস মোবাইল চালু রাখার জন্য অনেকেই রিচার্জ প্ল্যানটি বিবেচনা করছেন।
BSNL এর বাজেট-ফ্রেন্ডলি প্ল্যান
প্রতিবেদনে যে রিচার্জ প্ল্যানটির আলোচনা করা হচ্ছে তার দাম মাত্র ২০১ টাকা। দেশে তিন মাসের সবথেকে সস্তা রিচার্জ প্ল্যান এটাই। ৯০ দিন ভ্যালিডিটির পাশাপাশি এখানে পাবেন ৩০০ মিনিট ফ্রি কলিং, মোট ৬ জিবি ডেটা এবং ৯৯টি ফ্রি SMS। যারা সাধারণ মোবাইল চালু রাখার পাশাপাশি কম কলিং ও ডেটা ব্যবহার করে থাকেন তাদের জন্য প্ল্যান উপযুক্ত। তবে ডেটা বেশি লাগলে আরও একটি প্ল্যান রয়েছে বিএসএনএলের।
৪৯৯ টাকার রিচার্জ
এই প্ল্যানেও ভ্যালিডিটি ৯০ দিন। ৩০০টি ফ্রি SMS, আনলিমিটেড ভয়েস কল ও ডেটা সবই পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে। মোবাইল চালু রাখার সঙ্গে তুলনামূলক বেশি কলিং, SMS ও ডেটা ব্যবহার করার ইচ্ছা হলে এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন।
জনপ্রিয় হয়ে উঠেছে বিএসএনএল
যেদিন থেকে জিও, এয়ারটেল ও ভিআই মোবাইল খরচ বাড়িয়েছে, সেদিন থেকে শয়ে শয়ে মানুষ ঝুঁকছেন বিএসএনএলে। কম খরচে নানা সুবিধার জন্য এই সংস্থার রিচার্জ প্ল্যানকেই বেছে নিচ্ছেন গ্রাহকদের একাংশ। তবে তাদের মধ্যে একটা বড় অংশের অভিযোগ, বিএসএনএলের দুর্বল নেটওয়ার্ক পরিষেবা।
সোশ্যাল মিডিয়ায় গ্রাহকদের দাবি, নেটওয়ার্ক পরিষেবা উন্নত করা উচিত সংস্থার। ভুললে চলবে না, বিগত কয়েক বছরে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছে বিএসএনএল। সম্প্রতি দেশজুড়ে ৪জি পরিষেবা বিস্তার করার পরিকল্পনা শুরু করেছে তারা। বিশেষজ্ঞদের মতে, সরকার তথা টেলিকম বিভাগের সমর্থন পাশে থাকলে টেলিকম শিল্পে ফের মাথা তুলে দাঁড়াতে পারে ভারত সঞ্চার নিগম লিমিটেড।
বিএসএনএল ৪৯৯ টাকার প্ল্যানেও ভ্যালিডিটি ৯০ দিন। ৩০০টি ফ্রি SMS, আনলিমিটেড ভয়েস কল ও ডেটা সবই পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে।