6G: অতি শীঘ্রই চীনে চালু হবে ৬জি নেটওয়ার্ক, 100Gbps স্পিডসহ চলছে ইন্টারনেট টেস্টিং

ওয়্যারলেস 5G নেটওয়ার্ক ইতিমধ্যেই ভারতসহ বিশ্বের অন্যান্য জায়গায় নিজের জাদু দেখাচ্ছে। এই নতুন প্রজন্মের নেটওয়ার্কের...
Anwesha Nandi 25 April 2023 2:37 PM IST

ওয়্যারলেস 5G নেটওয়ার্ক ইতিমধ্যেই ভারতসহ বিশ্বের অন্যান্য জায়গায় নিজের জাদু দেখাচ্ছে। এই নতুন প্রজন্মের নেটওয়ার্কের কারণে 4G-এর চেয়ে ২০ গুণ দ্রুত ইন্টারনেট স্পিড, লো লেটেন্সি ইত্যাদি সুবিধা পাচ্ছেন ইউজাররা। কিন্তু বহু দেশই এখনও পর্যন্ত 5G নেটওয়ার্ক চালু করে উঠতে পারেনি, ফলত এই মুহূর্তেও তাদের নেটওয়ার্ক বিকাশের কাজ চলছে। কিন্তু ঠিকঠাক 5G উপলব্ধ না হলেও, দীর্ঘদিন ধরে পরবর্তী 6G নেটওয়ার্ক লঞ্চ নিয়ে জল্পনা চলছে – আসন্ন এই প্রযুক্তি ইন্টারনেট স্পিডের সব রেকর্ড ভেঙে দেবে এমনটাই বারবার বলা হচ্ছে। এদিকে দক্ষিণ কোরিয়া, জাপান এমনকি আমাদের দেশও প্রযুক্তিটির ওপর কাজ করায় অত্যন্ত উৎসাহী, এই খবরও আগেই সামনে এসেছে। তবে এখন মনে হচ্ছে সবাইকে পেছনে বিশ্বে সর্বপ্রথম 6G চালু করবে চীন, আর সেটা খুব শিগগিরই!

চীনে খুব তাড়াতাড়ি চালু হতে পারে 6G: নতুন রিপোর্ট

বিগত কয়েক মাসে প্রযুক্তি দুনিয়ার ফোকাস স্থানান্তরিত হয়েছে পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্ক অর্থাৎ ৬জিতে। এই নেটওয়ার্ক ইন্টারনেট স্পিড, লেটেন্সি, স্পেকট্রাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), সিকিউরিটি ইত্যাদি ক্ষেত্রে অনেক বেশি উন্নতি আনবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে সর্বশেষ পাওয়া খবর বলছে যে, চীন, খুব তাড়াতাড়ি এই নেটওয়ার্ক উপলব্ধ করবে। এখন, দেশটি ১০০ জিবিপিএস ডাউনলোড স্পিডসহ 'আল্ট্রা-ফাস্ট' ওয়্যারলেস ইন্টারনেট পরীক্ষা করছে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।

আসলে ইনস্টিটিউট অফ দ্য সেকেন্ড অ্যাকাডেমি অফ চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রথমবারের মতো টেরা হার্টজ (THz) ফ্রিকোয়েন্সি স্তরের একটি ওয়্যারলেস ট্রান্সমিশনে সফলতা পেয়েছে বলে জানা গিয়েছে, যেখানে তারা ১০০ জিবিপিএস ডেটা স্পিড পেয়েছে। এটি, আমেরিকাতে উপলব্ধ ১ জিবিপিএসে চলমান ৫জি সিগন্যালের চেয়ে দ্রুততর। মজার ব্যাপার হল যে, এই টেরা হার্টজ প্রযুক্তিই ৬জির জন্য ব্যবহার করা হবে। তাই এবার বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে।

চীনের সাফল্যে চিন্তা বাড়বে আমেরিকার

৬জি চালু করার প্রসঙ্গে যে বিশ্ববাজারে নতুন লড়াই যে শুরু হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ইঁদুরদৌড়ে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত পিছিয়ে পড়ার আশঙ্কা করছে। গত শুক্রবার, হোয়াইট হাউস ওয়্যারলেস নেটওয়ার্কের পরবর্তী প্রজন্ম সম্পর্কে শিল্প নেতাদের সাথে আলোচনা করেছে। এর জন্য সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে ১ বিলিয়ন ডলার। আমেরিকার ভয় হল, অন্যান্য দেশগুলি (বিশেষ করে চীন) হয়ত তাদের আগেই ৫জি চালু করে ফেলবে।

তবে যাইহোক, ৬জি প্রযুক্তি ২০৩০ সালের আগে চালু হওয়ার সম্ভাবনা কম – এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Show Full Article
Next Story