Starlink: ইউক্রেনে ফ্রি ইন্টারনেট সার্ভিস বন্ধ করে অপমানের বদলা? ইলন মাস্কের সিদ্ধান্তে জল্পনা

বছরের শুরু থেকেই রাশিয়ার সাথে যুদ্ধের জন্য বারবার সংবাদমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ইউক্রেনের নাম। এই পরিস্থিতিতে কেউ রাশিয়া সরকারের পক্ষ নিয়েছিলেন তো কেউ…

বছরের শুরু থেকেই রাশিয়ার সাথে যুদ্ধের জন্য বারবার সংবাদমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ইউক্রেনের নাম। এই পরিস্থিতিতে কেউ রাশিয়া সরকারের পক্ষ নিয়েছিলেন তো কেউ দাঁড়িয়েছিলেন ইউরোপের দেশটির পাশে। যেমন যুদ্ধের চরম পরিস্থিতিতে ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX, ইউক্রেনীয়দের বিনামূল্যে Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা করেছিল এবং এতদিন ধরে তারা সেই প্রতিশ্রুতি পালনও করে এসেছে। তবে এবার সেই সাহায্যের হাতও ইউক্রেনের সাথ ছাড়তে চলেছে। আসলে সম্প্রতি SpaceX আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের প্রতিরক্ষা দফতর Pentagon-কে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা অ্যাক্সেসের বিনিময়ে অর্থ প্রদান করতে বলেছে। সংস্থার এই আকস্মিক সিদ্ধান্তের কারণ হিসেবে স্পষ্ট কিছু জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে যে, ইলনের উদ্দেশ্য ছুঁড়ে দেওয়া হালফিল সময়ে কথায় কথায় ব্যবহৃত ইংরেজি গালি থেকেই এই ঘটনার সূত্রপাত।

শান্তির কথা বলায় গালি, ইউক্রেনে আর ফ্রি-তে মিলবে না Starlink স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা

মাসের পর মাস ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে, অতিসম্প্রতি ইউক্রেনকে শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। কিন্তু ইউক্রেনীয়দের ইলনের প্রস্তাব সন্তোষজনক মনে হয়নি। এমনকি ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কি, এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান। আবার ইউক্রেনের বিদায়ী রাষ্ট্রদূত তথা কূটনীতিক আন্দ্রি মেলনিক ইলনকে ‘ফাক অফ’ (f*ck off) বলে বসেন। এর ঠিক পরপরই ইলনের সংস্থা জানায় যে তারা আর বিনামূল্যে সেদেশে ইন্টারনেট পরিষেবা দেবেনা; এমনকি এর জন্য তারা সমস্ত ফান্ড বন্ধ করে দেওয়ার কথাও বলে।

এক্ষেত্রে, গত শুক্রবার এক ব্যক্তি টুইট করে স্টারলিঙ্ক কোম্পানিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে ‘গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করে এই গোটা ঘটনার বিষয়টি তুলে ধরেন এবং ‘ফাক অফ’ গালির প্রসঙ্গ টানেন। আর এই টুইটের রিপ্লাই দেন খোদ মাস্ক। তিনি বলেন যে, তাঁরা (তিনি এবং তাঁর সংস্থা) ঠিক তাই করছেন যা মেলনিক পরামর্শ দিয়েছিলেন।

পরিষেবা পেতে Pentagon-কে দিতে হবে ১২০ কোটি ডলার

মাস্ক, এর আগে টুইটারের মাধ্যমে জানিয়েছিলেন যে, তাঁর সংস্থা ইউক্রেনে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য স্টারলিঙ্ক টার্মিনালগুলিতে ৮০ মিলিয়ন ডলার খরচ করেছে, যা এই বছরের শেষ নাগাদ ১০০ মিলিয়ন ডলারে পৌঁছাবে। কিন্তু এখন স্পেসএক্স, ইউক্রেনে স্টারলিঙ্ক পরিষেবা চালু রাখার দরুন পেন্টাগনকে ১২০ মিলিয়ন ডলার দিতে বলেছে বলে জানা গেছে। শুধু তাই নয়, কোম্পানিটি আগামী বছরের জন্য অগ্রিম টাকাও (৪০০ মিলিয়ন ডলার) চেয়েছে। সবমিলিয়ে ইউক্রেনের সময় একেবারেই যে ভালো চলছে না, তাতে কোনো সন্দেহ নেই!

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন