Internet Plan: মাসে 222 টাকা খরচে 100Mbps স্পিড সহ ব্যবহার করুন যতখুশি ইন্টারনেট, রিচার্জ করুন এই প্ল্যান
Excitel এর 667 টাকার প্ল্যানে 100Mbps গতিতে আনলিমিটেড ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এখানে তিন মাসের জন্য 667 টাকা খরচ করতে হয়, অর্থাৎ প্রতি মাসে খরচ পড়বে প্রায় 222 টাকা।
ইন্টারনেট আমাদের সকলের জন্য এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর হাই স্পিড ইন্টারনেটের জন্য বর্তমানে মানুষ মোবাইল নেটওয়ার্কের পরিবর্তে ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করতে শুরু করেছে। ব্রডব্যান্ড প্ল্যানগুলি শুধু আনলিমিটেড ডেটা অফার করে না, বরং এর সাথে কলিং সহ ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যায়। আপনিও যদি এই ধরনের কোনো ব্রডব্যান্ড প্ল্যান পেতে চান তাহলে আমরা আপনাকে Excitel এর একটি বিশেষ ওয়াই-ফাই প্ল্যান সম্পর্কে বলতে চলেছি। এই প্ল্যানে আপনি 222 টাকা খরচ করে 30 দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট পাবেন।
Excitel এর 667 টাকার প্ল্যান
জনপ্রিয় ব্রডব্যান্ড অপারেটর এক্সাইটেলের এই ওয়াই-ফাই প্ল্যান ব্রডব্যান্ড ব্যবহারকারীদের খুশি করবে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এক্সাইটেল নতুন ব্যবহারকারীদের জন্য এই আনলিমিটেড ইন্টারনেট প্ল্যান নিয়ে এসেছে। যদিও এখানে কোনও OTT সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত নেই।
এক্সাইটেলের এই প্ল্যানে 100Mbps গতিতে আনলিমিটেড ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এখানে তিন মাসের জন্য 667 টাকা খরচ করতে হয়, অর্থাৎ প্রতি মাসে খরচ পড়বে প্রায় 222 টাকা। উল্লেখ্য, যারা প্রথমবার এক্সাইটেলের কানেকশন নেবেন তারাই এই প্ল্যান রিচার্জ করতে পারবেন।
Excitel এর 734 টাকার প্ল্যান
এই প্ল্যানে হাই-স্পিড ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম এবং লাইভ টিভি চ্যানেলের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। গ্রাহকরা 400Mbps স্পিড, 21 ওটিটি প্ল্যাটফর্মের (যেমন ডিজনি + হটস্টার এবং সোনি লিভ) সাবস্ক্রিপশন এবং 550+ লাইভ টিভি চ্যানেল (যেমন কালারস, স্টার, ডিসকভারি) দেখার সুবিধা পাবে। এক্সাইটেল বর্তমানে কেবল দিল্লি এনসিআর এবং হায়দ্রাবাদে তাদের পরিষেবা সরবরাহ করে।
Excitel এর 667 টাকার প্ল্যানে 100Mbps গতিতে আনলিমিটেড ইন্টারনেট ডেটা পাওয়া যায়। এখানে তিন মাসের জন্য 667 টাকা খরচ করতে হয়, অর্থাৎ প্রতি মাসে খরচ পড়বে প্রায় 222 টাকা।