Excitel এর সেরা প্ল্যান, মাত্র 592 টাকার এক বছর 400mbps হাইস্পিড ইন্টারনেট ও 550 লাইভ TV চ্যানেল

দেশীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার Excitel আজ একটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে গ্রাহকেরা OTT এবং...
techgup 27 July 2023 4:03 PM IST

দেশীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার Excitel আজ একটি নতুন ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে গ্রাহকেরা OTT এবং DTH সুবিধাগুলো একসঙ্গে উপভোগ করতে পারবেন। তাই এই প্ল্যানটিকে 'Excitel Cable Cutter Plan' হিসেবে উল্লেখ করা হয়েছে। Excitel জানিয়েছে, তাদের কেবল কাটার প্যাকের দাম শুরু হয়েছে ৫৯২ টাকা থেকে এবং যার ভ্যালিডিটি ১২ মাস। আর তাদের এই প্ল্যানের মাধ্যমে সাধারণ গ্রাহকের পাশাপাশি স্মার্ট টিভি কোম্পানির মালিকরাও উপকৃত হবেন।

Excitel এর ৫৯২ টাকার প্ল্যান

ব্রডব্যান্ড কোম্পানিটির এই সাবস্ক্রিপশন প্ল্যানগুলো শুরু হচ্ছে ৫৯২ টাকা থেকে, যার ভ্যালিডিটি ১২ মাস। এছাড়াও এই প্ল্যানে ৪০০ এমবিপিএস হাই স্পীড ইন্টারনেটের সুবিধাও মিলবে।

এই নতুন প্ল্যানের সাথে ৫৫০টি লাইভ টিভি চ্যানেল এবং Disney+ Hotstar, SonyLIV, ও ZEE5 এর মতন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ডিজিটাল স্ট্রিমিং অফার করা হচ্ছে। এছাড়াও, Excitel জানিয়েছে, ব্যবহারকারীদের প্রিয় শো বা সিনেমা দেখার জন্য যাতে তাদের অতিরিক্ত খরচ না করতে হয়, সেই কারণেই তারা এই নতুন প্ল্যানটি লঞ্চ করেছে।

এক্সাইটেল জানিয়েছে, তাদের প্রধান লক্ষ্য হলো গ্রাহকদের বৈচিত্র্যময় এবং সাশ্রয়ী মূল্যে বিভিন্ন সুবিধা প্রদান করা। যার মাধ্যমে তারা লাইভ টিভি, ওটিটি কনটেন্ট এবং সাশ্রয়ী মূল্যে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করে ক্রমবর্ধমান বিনোদনের চাহিদা মেটাতে পারবে।

নতুন প্ল্যান সম্পর্কে কথা বলতে গিয়ে এক্সাইটেলের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও বিবেক রায়না বলেছেন, "আমরা আমাদের এই 'কেবল কাটার প্ল্যান' লঞ্চ করতে পেরে বেশ রোমাঞ্চিত। হোম ব্রডব্যান্ড এবং কেবল টিভি একত্রে সত্যিই একটি গেম চেঞ্জার প্ল্যান। ওটিটি কনটেন্টের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং ঐতিহ্যবাহী টেলিভিশন পরিষেবার ক্রমবর্ধমান খরচ আমাদের এই নতুন প্ল্যানটি ডিজাইন করার জন্য উৎসাহিত করেছে। তাই লাইভ টিভি, ওটিটি কনটেন্ট এবং হাই স্পীড ইন্টারনেট সবগুলি মিশিয়ে একটি প্ল্যান তৈরি করা হয়েছে, যা গ্রাহকদের সকল চাহিদা পূরণ করতে সক্ষম।

উল্লেখ্য, ৫৯২ টাকার প্ল্যান ছাড়াও এক্সাইটেল ৯৯৯ টাকা দামের আরেকটি ইন্টারনেট প্ল্যান অফার করে, যা "স্মার্ট ওয়াইফাই উইথ স্মার্ট টিভি" প্যাকেজ নামে পরিচিত। এই প্ল্যানটিতে ব্যবহারকারীদের ৩০০ এমবিপিএস-এর হাই স্পীড ইন্টারনেট অফার করা হয়ে থাকে। আর এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা ছয়টি ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করার সুবিধাও পাবেন। উল্লেখ্য, এই প্যাকেজের সাথে কোনো গ্রাহককে আলাদা করে কোনো ইনস্টলেশন চার্জ দিতে হবে না।

"স্মার্ট ওয়াইফাই উইথ স্মার্ট টিভি" প্ল্যানের সাথে একটি ৩২ ইঞ্চি ফ্রেমলেস স্মার্ট এলইডি টিভি অফার করা হয়। এইচডি রেডি ডিসপ্লে বিশিষ্ট টিভিটিতে দুর্দান্ত অডিও অভিজ্ঞতার জন্য ১০ওয়াট×২ স্পিকার দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ৯.০ দ্বারা চালিত এই স্মার্ট টিভিটি ৫১২ এমবি র‌্যাম, ৪ জিবি রম, বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং ফাংশন অফার করে। এছাড়াও, টিভিটি এইচডিএমআই, ইউএসবি এবং এভি পোর্ট সহ এসেছে।

Show Full Article
Next Story