Brodband Plan: মাত্র ১৬৭ টাকায় ‘রকেট’ গতির ইন্টারনেট, এই সংস্থা দিচ্ছে সীমিত সময়ের অফার

ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) Excitel সম্প্রতি ইউজারদের জন্য একটি দুর্দান্ত ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। সংস্থাটি এখন গ্রাহকদেরকে প্রতি মাসে মাত্র…

ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) Excitel সম্প্রতি ইউজারদের জন্য একটি দুর্দান্ত ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির হয়েছে। সংস্থাটি এখন গ্রাহকদেরকে প্রতি মাসে মাত্র ১৬৭ টাকায় ৩০০ এমবিপিএস প্ল্যান অফার করছে। তবে উল্লেখ্য যে, এটি কোম্পানির একটি সীমিত সময়ের অনবোর্ডিং অফার। অর্থাৎ, পুরোনো গ্রাহকদের জন্য এই অফারটি উপলব্ধ নয়। আর নতুন ব্যবহারকারীরা প্রতি মাসে ১৬৭ টাকার অফারটির ফায়দা কেবলমাত্র একবারই ওঠাতে পারবেন, এরপর তাদেরকে সংস্থার বিদ্যমান প্ল্যানগুলিই রিচার্জ করতে হবে। ফলে আপনি যদি নতুন গ্রাহক হিসেবে Excitel-এর এই অফারটি ব্যবহার করতে চান, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি পড়ে প্ল্যানটির সম্পর্কে বিশদে জেনে নিন।

প্রতি মাসে মাত্র ১৬৭ টাকায় ৩০০ এমবিপিএস প্ল্যান অফার করছে Excitel

প্রসঙ্গত জানিয়ে রাখি, এক্সাইটেল আপাতত মুম্বাই, মহারাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য আলোচ্য সীমিত সময়ের অনবোর্ডিং অফারটি চালু করেছে। এক্ষেত্রে ১৬৭ টাকা খরচ করলেই এই সব অঞ্চলের গ্রাহকেরা ৩০০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবেন। তবে আগেই বলেছি যে, নতুন ব্যবহারকারীরা কেবলমাত্র একবারই এই প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

এক্ষেত্রে বলে রাখি, ব্যবহারকারীদেরকে তিন মাসের জন্য এই প্ল্যানটি কিনতে হবে। অর্থাৎ, প্ল্যানটি ব্যবহার করতে চাইলে ইউজারদের মোট ব্যয় করতে হবে ১৬৭ টাকা x ৩ = ৫০১ টাকা। উল্লেখ্য যে, এই চার্জের মধ্যে করও অন্তর্ভুক্ত থাকবে। আবার এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদেরকে কানেকশনের জন্য কোনো ইনস্টলেশন চার্জ দিতে হবে না। তবে কোম্পানিটি ওএনইউ (ONU) ডিভাইসের জন্য এককালীন ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট হিসেবে ইউজারদের কাছ থেকে ২,০০০ টাকা চার্জ নেবে।

চাইলে প্ল্যানটির সাথে OTT বেনিফিটও পাওয়া যাবে

এক্ষেত্রে জানিয়ে রাখি, গ্রাহকরা যদি ৩ মাস, ৬ মাস, এবং ১২ মাসের মেয়াদে ওটিটি (OTT) বেনিফিটসহ Excitel-এর এই প্ল্যানটি রিচার্জ করতে চান, তাহলে তাদেরকে প্রতি মাসে ১০০ টাকা (জিএসটি অতিরিক্ত) খরচ করতে হবে। এছাড়া, আরও একটি ওটিটি প্রিমিয়াম (OTT Premium) প্ল্যান রয়েছে, যেটিকে এই ৩০০ এমবিপিএস প্ল্যানটির সঙ্গে বান্ডেল করা যেতে পারে; তবে সেক্ষেত্রে ব্যবহারকারীদেরকে প্রতি মাসে খসাতে হবে ১৬৬ টাকা (জিএসটি অতিরিক্ত)। যদিও মনে রাখবেন, এটি কোম্পানির একটি প্রোমোশনাল অফার; ফলে সংস্থাটি যে-কোনো সময় এটি তুলে নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *