কম খরচে 5G-র মতই হাইস্পিড ইন্টারনেট পরিষেবা, এই কোম্পানি দিচ্ছে ধামাকা অফার
মাসের শুরুতে ভারতে 5G চালু হলেও এর হাইস্পিড পরিষেবা এখনও সব মানুষের কাছে পৌঁছায়নি। পুরো দেশে 5G-র কভারেজ পৌঁছাতে আরো...মাসের শুরুতে ভারতে 5G চালু হলেও এর হাইস্পিড পরিষেবা এখনও সব মানুষের কাছে পৌঁছায়নি। পুরো দেশে 5G-র কভারেজ পৌঁছাতে আরো কিছুটা সময় লাগবে বলে টেলিকম কোম্পানিগুলি জানিয়েছে। তবে মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি এই পরিষেবা না পেলেও, দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন সহজেই। মানে আপনারা চাইলে এখনো হাইস্পিড ইন্টারনেট উপভোগ করতে পারেন, তবে এর জন্য নিতে হবে Excitel কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড কানেকশন। সবচেয়ে বড় ব্যাপার হল যে, এর জন্য আপনাকে গাদা গাদা টাকা খরচ করতে হবেনা। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই…
Excitel-এর হাইস্পিড ইন্টারনেট প্ল্যান ও অফার
জনপ্রিয় ব্রডব্যান্ড কোম্পানি এক্সাইটেল এখন একটি হাই স্পিড ইন্টারনেট প্ল্যানে অফারে পেশ করেছে। এটির মাধ্যমে ইউজাররা ৪০০ এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, এই প্ল্যানটি চারটি সাবস্ক্রিপশন অপশনে উপলব্ধ করা হয়েছে; ফলত আগ্রহীরা ৩ মাস, ৬ মাস, ৯ মাস এবং ১ বছরের জন্য এটির কানেকশন নিতে পারবেন।
এক্ষেত্রে আপনি যদি এই প্ল্যানটি ৩ মাসের জন্য নেন, তাহলে আপনাকে মাসে ৮৩৩ টাকা খরচ করতে হবে। অন্যদিকে ৬ মাসের সাবস্ক্রিপশনের মাসিক খরচ ৬৯৯ টাকা এবং ৯ মাসের মাসিক খরচ হিসেবে ৬৫৯ টাকা লাগবে। আবার আপনি যদি সারা বছরের জন্য এই প্ল্যানটি বেঁচে নেন, তাহলে আপনাকে প্রতি মাসে ৫৯৯ টাকা খরচ করতে হবে। মানে, আপনি যত বেশি দিনের জন্য কানেকশনে সাবস্ক্রাইব করবেন, তত খরচ কম হবে।
Excitel-এর কানেকশন নিতে লাগবে না অতিরিক্ত চার্জ
এই প্রসঙ্গে বলে রাখি, এক্সাইটেলের ফাইবার ব্রডব্যান্ড কানেকশন নিতে গেলে আপনাকে আলাদা ইনস্টলেশন চার্জ দিতে হবে না। তবে সংস্থাটি ওএনইউ (ONU) ডিভাইস অফার করছে যার জন্য ২,০০০ টাকার সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। কোম্পানি দাবি করেছে যে, এই ডিভাইসটি যদি খারাপ হয়ে যায় তবে এটি ৫টি ওয়ার্কিং ডেজ (কর্মদিবস বা সাধারণ দিনে)-এর মধ্যে পরিবর্তন করে দেওয়া হবে। তবে মনে রাখবেন, এক্সাইটেলের এই প্ল্যানের সাথে কোনো ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবেনা।