সেলের আজ শেষ দিন, 24000 টাকা ডিসকাউন্টে iPhone 15, সুযোগ হারাবেন না
বিগ সেভিং ডেজ সেলের শেষ দিনে আইফোন 15 এর উপরে 11,000 টাকা ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 3,200 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
iPhone 15 এখন সেরা অফার সহ কেনা যাবে। অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোনটি লঞ্চের সময়ের তুলনায় এখন 24,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে চলমান বিগ সেভিং ডেজ সেলে এমনই লোভনীয় অফার রয়েছে। সেলের শেষ দিনে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে iPhone 15। ফলে অ্যাপল প্রোডাক্ট ফ্যানদের জন্য আইফোন কেনার সুবর্ণ সুযোগ রয়েছে।
দাম কমেছে iPhone 15 মডেলের
ফ্লিপকার্টের লিস্টিং অনুযায়ী, এই সেলে আইফোন 15 ডিভাইসটি 58,999 টাকায় তালিকাভুক্ত আছে। আইফোন 16 লঞ্চের পরে, অ্যাপল গত বছর আসা এই আইফোনের দাম 10,000 টাকা কমিয়েছিল। আর সেলের আগে, ডিভাইসটি 69,999 টাকায় পাওয়া যাচ্ছিল।
তবে বিগ সেভিং ডেজ সেলের শেষ দিনে আইফোন 15 এর উপরে 11,000 টাকা ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 3,200 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। অন্যান্য ব্যাঙ্কের কার্ডেও 2,950 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। বলে অনেক সস্তায় আইফোনের ব্যবহারের স্বপ্ন সফল হতে পারে।
আইফোন 15 এর ফিচার
অ্যাপলের আইফোনে 15 মডেলে আছে 6.1 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, যাতে থাকছে ডায়নামিক আইল্যান্ড ফিচার। এটি A16 বায়োনিক চিপসেট দ্বারা চালিত এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে 5G নেটওয়ার্ক কানেক্টিভিটি সাপোর্ট করে। এই ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ পাওয়া যায়। যার একটি ক্যামেরা 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর সাথে থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
বিগ সেভিং ডেজ সেলের শেষ দিনে আইফোন 15 এর উপরে 11,000 টাকা ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 3,200 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।